পরশুরাম-রাঙ্গামতির জোর টক্কর! কোথায় চিরদিনই তুমি যে আমার? দেখুন টিআরপি লিস্ট

এমনিতেই বাংলা ধারাবাহিক নিয়ে বাঙালিদের চর্চা হামেশাই চলতে থাকে। তবে বৃহস্পতিবার এলেই আলোচনা জোরালো হয়ে ওঠে। হ্যাঁ টিআরপি প্রকাশের দিন যে। আর প্রতিবারে মত এই

Admin

Bengali Serial TRP List

এমনিতেই বাংলা ধারাবাহিক নিয়ে বাঙালিদের চর্চা হামেশাই চলতে থাকে। তবে বৃহস্পতিবার এলেই আলোচনা জোরালো হয়ে ওঠে। হ্যাঁ টিআরপি প্রকাশের দিন যে। আর প্রতিবারে মত এই সপ্তাহেও TRP List প্রকাশ্যে এসেছে। জি বাংলা নাকি ষ্টার জলসা কোন চ্যানেলের মেগা হল টপার? তাছাড়া বর্তমানে হট টপিক ‘চিরদিনই তুমি যে আমার’ এর ঝুলিতেই বা এল কত পয়েন্ট? চলুন দেখে নেওয়া যাক।

কে হল এসপ্তাহের বেঙ্গল টপার?

সারা সপ্তাহ ধরে যে সমস্ত পর্ব দেখানো হয় তার রেজাল্ট হল টার্গেট রেটিং পয়েন্টের তালিকা। কে হল এই সপ্তাহের টপার জানতে ইচ্ছা হচ্ছে নিশ্চই? তাহলে জানিয়ে রাখি গতবারের মত এবারেও ছক্কা হাঁকিয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। রিপোর্ট অনুযায়ী 7.1 পয়েন্ট পেয়েছে ধারাবাহিকটি। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ, পেয়েছে 6.9 পয়েন্ট। আর 6.5 পয়েন্ট সহ তৃতীয় স্থানে রয়েছে রাণী ভবানী।

চতুর্থ স্থানে রয়েছে রায়ান ও পারুলের কাহিনী পরিণীতা। আর সম্প্রতি চর্চায় থাকা জিতু কমল ও দিতিপ্রিয়ার মেগা চিরদিনই তুমি যে আমার 6.1 পয়েন্ট সহ রয়েছে পঞ্চম স্থানে। তাহলে সেরা দশে রয়েছে কারা? নিচেই রইল সম্পূর্ণ তালিকা।

সেরা দশ বাংলা সিরিয়ালের তালিকাঃ

১। পরশুরাম আজকের নায়ক – 7.1 (বেঙ্গল টপার)
২। রাঙ্গামতি তীরন্দাজ – 6.9
৩। রাণী ভবানী – 6.5
৪। পরিণীতা – 6.3
৫। চিরদিনই তুমি যে আমার – 6.1

৬। ও মোর দরদিয়া – 5.9

৭। জগদ্ধাত্রী, জোয়ার ভাটা – 5.8

৮। চিরসখা – 5.7

৯। আমাদের দাদামণি, ফুলকি – 5.5

১০। লক্ষী ঝাঁপি – 5.4

সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শো দেখতেও বেশ পছন্দ করেন দর্শকেরা। এসপ্তাহে জি বাংলার দিদি নং ১ পেয়েছে 1.5 ও 2.8 পয়েন্ট। এছাড়া সারেগামাপা এর ঝুলিতে রয়েছে 4.7 পয়েন্ট।