ধারাবাহিকের (Serial) বৈশিষ্ট্য কী? এটা যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে দেখা যাবে, ধারাবাহিকে দুটো প্রধান চরিত্র থাকবেই, সেটা হল নায়ক-নায়িকা। এরপর থাকবে, দুজনের পরিবারের সদস্য। তারপরেই দেখা যাবে, খলনায়ক বা খলনায়িকাকে, যে কিনা সবসময় নায়ক-নায়িকার ক্ষতি করবে। একটা ধারাবাহিকে নায়ক নায়িকা যতটা প্রাধান্য পায়, ততটাই গুরুত্ব পায় খলনায়ক বা খলনায়িকারা।
বাংলা টেলিভিশন দুনিয়ায় এমন কয়েকটি বিখ্যাত খলনায়িকা (Villain) রয়েছেন, যাদের অসাধারণ অভিনয়ের গুনে পর্দায় তাদের দেখলেই দর্শকের গা জ্বলে ওঠে, কিন্তু আসলে বাস্তবে তারা খুব মিষ্টি মনের মানুষ। কেউ কেউ আবার অত্যন্ত হাসিখুশি। পর্দায় যে খলনায়িকারা নায়ককে নায়িকার কাছ থেকে ছিনিয়ে নিতে যা কিছু করতে পারে। বাস্তবে তাদের মনের মানুষ গুলি ঠিক কেমন আসুন দেখে নেওয়া যাক।
পর্দার খলনায়িকাদের বাস্তবের নায়ক :
রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya) : বর্তমানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে, ‘গোধূলী আলাপ’ ধারাবাহিকের খলনায়িকা রোহিণীর ভূমিকায়। এই ধারাবাহিকের আগে তাঁকে দেখা গিয়েছে, করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এই অভিনেত্রীর কিন্তু বাগদান সম্পন্ন হয়ে গিয়েছে, তাঁর দীর্ঘদিনের প্রেমিক তূর্য সেনের সাথে।
অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) : বর্তমানে অভিনেত্রীর দেখা মিলছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’- তে খলনায়িকার ভূমিকায়। এছাড়াও তিনি অভিনয় করছেন, ‘লালকুঠি’ ধারাবাহিকে। এই অভিনেত্রীর বাস্তবের জীবনসঙ্গী হলেন, মিঠাই খ্যাত অভিনেতা রাতুল অর্থাৎ উদয় প্রতাপ সিং। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের দুজনের রোমান্টিক মুহুর্তের অনেক ছবি রয়েছে।
তন্বী লাহা রায় (Tonni Laha Roy) : বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক ‘মিঠাই’- এ তন্বীকে অভিনয় করতে দেখা যাচ্ছে। তাঁর চরিত্র খল, তবে বাস্তবে বেশ প্রাণোচ্ছল অভিনেত্রী। আর এই প্রাণোচ্ছলতার প্রমাণ মেলে, তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। তাঁর প্রেমিক ছিলেন তরুণ কুমারের নাতি তথা অভিনেতা সৌরভ ব্যানার্জী। তবে তাদের বিচ্ছেদ ঘটেছে অনেক আগেই। বর্তমানে অভিনেত্রী একাকী জীবন কাটাচ্ছেন।
মিশমি দাস (Mishmee Das) : বর্তমানে খলনায়িকার ভূমিকায় অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’-তে। এই অভিনেত্রীর জীবন সঙ্গী হল, বিশাল ভন। মাঝে ধারাবাহিক থেকে তিনি আচমকাই উধাও গিয়েছিলেন, তখন শোনা গিয়েছিল, অভিনেত্রী অভিনয় ছেড়ে দিয়েছেন। তিনি নিজেও তার বিরতির কথা জানিয়েছিলেন।
শ্বেতা মিশ্র (Sweta Mishra) : ‘ধূলোকণা’ ধারাবাহিকে খলনায়িকার ভূমিকায় অভিনয় করছেন। চড়ুই চরিত্রে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। এই অভিনেত্রীর বাস্তবের জীবনসঙ্গী রীত সেনগুপ্ত। অভিনেত্রী ওয়েব সিরিজেও কাজ করেছেন।