আর নয় হাজার হাজার টাকা, মাত্র ১৯৭ টাকাতেই পৌঁছে যান দার্জিলিং! কিভাবে? জেনে নিন আজই

প্রায় কমবেশি সব মানুষই ভ্রমণ প্রিয় মানুষ। ঘুরতে যাওয়া মানেই তো দরকার টাকা। যেসব জায়গা গুলোতে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, সেইসব জায়গা গুলোতে যাওয়া-খাওয়া-থাকার খরচ

Saranna

darjeeling tour in low buddget by nbstc

প্রায় কমবেশি সব মানুষই ভ্রমণ প্রিয় মানুষ। ঘুরতে যাওয়া মানেই তো দরকার টাকা। যেসব জায়গা গুলোতে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, সেইসব জায়গা গুলোতে যাওয়া-খাওয়া-থাকার খরচ মিলিয়ে দরকার অনেক টাকা। এই যেমন দার্জিলিং ভ্রমণে (Darjeeling Tour) লাগে কয়েক হাজার টাকা। কিন্তু সেই টাকা অনেকেরই নেই, সকলেই মনে মনে ভাবেন ভ্রমণের খরচটা যদি কম হত তাহলে ভালো হত। আর সেই মনের ইচ্ছাই পূর্ণ হতে চলেছে সকলের।

প্রত্যেক মানুষের পছন্দের একটি জায়গা হল দার্জিলিং। কিন্তু ইচ্ছা থাকলেও সাধারণ মানুষ যেতে পারেনা। কারণ যেতে গেলে দরকার অনেক টাকা। সেই টাকা যোগাড় না থাকার কারণে অনেকেই যেতে পারেনা। তবে আর চিন্তা নেই, এবার মাত্র ১৯৭ টাকায় পৌঁছে যাবেন দার্জিলিং। অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কিছু নেই, কীভাবে সম্ভব জেনে নিন। 

darjeeling tour in low buddget

এই সুযোগ করে দিচ্ছে NBSTC (North Bengal State Transport Corporation)। নর্থ বেঙ্গলে এই পরিষেবা উপলব্ধ। মালদহ এবং ফারাক্কা ডিপোতে দুটো নতুন বাস রাখা হয়েছে। এই বাস শিলিগুড়ি রুটে যাতায়াত করবে। এই পরিষেবা কবে এবং কখন চালু হবে? জানা যাচ্ছে, প্রত্যেকদিন ভোর পাঁচটায় মালদহ ডিপো থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে এই বাস ছাড়বে, শিলিগুড়িতে এসে পৌঁছাবে দুপুর ১২:০০ টায়।

আরও পড়ুনঃ সাধ্যের মধ্যে সাধ পূরণ, কম খরচে অ্যাডভেঞ্চার চাইলে পৌঁছে যান এই ডেস্টিনেশনে! রইল ঠিকানা

অন্যদিকে ফারাক্কা থেকে ভোর সাড়ে পাঁচটায় আর একটা বাস ছাড়বে শিলিগুড়ির দিকে। আবার পরেরদিন শিলিগুড়ি থেকে বাস ছাড়বে ফারাক্কার দিকে। আর এই বাসের ভাড়া অনেকটাই কম হবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ড অফ ডিরেক্টর চাঁদ মহম্মদের কথায়, ‘এক জোড়া পরিবেশবান্ধব বাস চালু হল। একটি মালদহ থেকে আর একটা ফারাক্কা থেকে শিলিগুড়ি পর্যন্ত বাস চলাচল করবে।

you can travel these 5 tourist spot in very chep amount

আধুনিক এই বাস গুলিতে যাত্রীরা আরামে যাতায়াত করবে’। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিভিশনাল ম্যানেজার সুশান্ত মৈত্রর কথায়, ‘এই বাসের ভাড়াও খুব কম, সমস্ত শ্রেণীর মানুষ এই বাসে যাতায়াত করতে পারবেন’। তাহলে আর দেরি কেন বেড়িয়ে আসুন দার্জিলিং।

× close ad