আজ ২৫ শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিন। ২০২৫ এর শেষ বেলায় এসে ক্রিসমাসের জন্য কমবেশি সকলেই বেশ উত্তেজিত ছিল। ব্যতিক্রম নেই টলিতারকাদের মধ্যেও। আজই মুক্তি পেয়েছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Lawho Gouranger Naam Rey) যেখানে নায়কের চরিত্রে দেখা গিয়েছে দিব্যজ্যোতি দত্তকে (Dibyojyoti Dutta)। তাই এই দিনটা একটু বেশিই স্পেশাল অভিনেতার কাছে। তবে কাজ বাদে বাকি সময়টা নিজের পারিবারের বলেই জানালেন দিব্যজ্যোতি।
লহ গৌরাঙ্গের নাম রে তারকার বড়দিনের প্ল্যান
অভিনেতার মতে, বছরের শেষে কিংবা নতুন বছরের শুরুতে বিরাট কিছু যে করতেই হবে তেমনটা কখনোই মনে হয়নি। এমনকি কোনো বছরই ৩১ শে ডিসেম্বর পার্টিও করেননি তিনি, তাই এবছরেও সেটাই বজায় থাকবে। তবে হল ভিজিট থাকলে অবশ্যই যাবেন। বন্ধুদের সাথে আড্ডা বলতে বর্তমানে যে বন্ধুদের সার্কেল তাতে ১৬ বছর থেকে শুরু করে ৪২ বছরের লোকও রয়েছে, তবে তাতে কোনো সমস্যা নেই, বয়স ভুলেই বেশ এনজয় করেন আড্ডা বলেও জানান তিনি।
View this post on Instagram
তাছাড়া নতুন বছর আসার আগে নতুন সিনেমার লঞ্চ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। দর্শকদের পাশাপাশি নায়ক হিসাবে নিজেও বেশ উত্তেজিত দিব্যজ্যোতি। বহুলোকে প্রশংসায় ভরিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।
নতুন বছরে কি চান দিব্যজ্যোতি?
নতুন বছরের চাহিদা সম্পর্কে প্রশ্ন করা হলে দিব্যজ্যোতি জানান, যেমনটা চান ঠিক তেমনটাই যে হবে সেরম কোনো কথা নেই। হয়তো প্ল্যান করলাম সূর্যাস্ত দেখতে যাব, রাস্তাতেও বেরোলাম। কিন্তু গাড়ি চালাতে গিয়ে দেখলাম জোর হাওয়া দিচ্ছে, তারপরেই অন্ধকার হয়ে গেল। সেক্ষেত্রে চেষ্টা করলেও সূর্যাস্ত দেখতে পারবো না। তখন আমার কাছে দুটো অপসন হয় আফসোস করে দুঃখে বাড়িতেই থেকে যাব নাহলে সমুদ্রের পারে ঝড়ের দৃশ্য দেখব। আমার চাওয়ার থেকে গুরুত্বপূর্ণ হল জীবনের জন্য যেটা বেস্ট হবে সেটা খুঁজে নেওয়া।








