Digha Holiday Home : সপ্তাহান্তে ছুটি কাটাতে দীঘা যাচ্ছেন? রইল সস্তায় দারুন কিছু হোটেলের খোঁজ

Digha Holiday Home : সপ্তাহান্তে ছুটিতে মন খারাপ কাটাতে বা ব্যস্ত কাজের থেকে এক ছুটে পালিয়ে যেতে, বাঙালির প্রিয় গন্তব্য দীঘা (Digha)। আসলে সমুদ্র কে

Desk

Digha Holiday Home : সপ্তাহান্তে ছুটিতে মন খারাপ কাটাতে বা ব্যস্ত কাজের থেকে এক ছুটে পালিয়ে যেতে, বাঙালির প্রিয় গন্তব্য দীঘা (Digha)। আসলে সমুদ্র কে না ভালোবাসে। আর সেটাও যদি হয় বাড়ির এতটা কাছেই। কলকাতা থেকে মাত্র সাড়ে ৪ ঘন্টার মধ্যেই গাড়ি নিয়ে চলে যাওয়া যেতে পারে দীঘায়। শুধু যে গাড়ি তাই নয় রয়েছে একাধিক ট্রেন। চাইলে ট্রেনে ৩ থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই দীঘা চলে যেতে পারেন। আর দীঘার হোটেল ও চাইলে সস্তার মধ্যেই পেয়ে যাবেন।

কেউ যদি কম খরচে সমুদ্র দেখতে চান তাহলে ট্রেনে যাতায়াত সবচাইতে ভালো। কলকাতা বা আশেপাশের বাসিন্দা হলে হাওড়া বা শিয়ালদাহ থেকে সহজেই টিকিট কেটে উঠে পড়ুন দীঘাগামী এক্সপ্রেস ট্রেনে। বা চাইলে লোকাল ট্রেনের মাধ্যমেও পৌঁছে যেতে পারেন দীঘা। সে ক্ষেত্রে অবশ্য ট্রেনের রুট ও টাইম টেবিল জানা আবশ্যক। তাহলে সহজেই দীঘা পৌঁছে যাবেন।

Digha Holiday Home Hotels contact number

দীঘা পৌঁছানোর পর সবার প্রথমে যেটা প্রথমেই দরকার সেটা হল বাজেটের মধ্যে একটা ভালো হোটেল খোঁজ করা। যেটা শুনতে সোজা মনে হলেও বাস্তবে কিন্তু খুবই মুশকিল। অনেক সময়েই পর্যটকদের থেকে জানা যায় একটা ন্যায্যমূল্যের হোটেল খুঁজে পেতে কালঘাম ছুটে যায় অনেকের। আবার টাকা দিয়েও ভালো মানের হোটেল পাওয়া যায় না। তাছাড়া অনেকেই স্বল্প বাজেটের মধ্যেই ঘর খোঁজেন।

আরও পড়ুনঃ নীল কাঁকড়াবিছে! যার বিষের মূল্য শঙ্খচূড় সাপের বিষের দ্বিগুনেরও অধিক

আজ আপনাদের জন্য দীঘার হলিডে হোম (Digha Holiday Home) এর সন্ধান নিয়ে হাজির হয়েছি, যেগুলো একেবারেই পকেট ফ্রেন্ডলি। তবে শুধু হোটেলের নাম বলেই খালাস হব না। সাথে হোটেলের ঠিকানা থেকে ফোননাম্বার সবটাই থাকবে। আপনারা দীঘা যাওয়ার আগে ফোন করে হোটেল বুকিং সম্পর্কে কথা বলে নিতে পরনে। আর দাম? একেবারেই বাজেটের মধ্যে। আজ যেসব দীঘার হোটেলের সন্ধান দেব সেগুলো খুবই কম তাকে বুক করতে পারবেন। তাহলে আর দেরি কিসের চলুন এক এক করে হোটেল গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

দীঘা হলিডে হোম (Digha Holiday Home)

১. হোটেল ওয়েভস বা এয়ার কর্পোরেশন এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড এর হলিডে হোম (Hotel Waves / Air Corporation Employees Cooperative Credit Society Ltd )

  • ঠিকানাঃ দীঘা ব্যারিস্টার কলোনি রড, গোবিন্দ আবাসন, দীঘা – ৭২১৪৬৩
  • ফোন নম্বরঃ ৮৩৪৮০৫৭৭৭৩
  • রুমের ভাড়া : ৭৫০ থেকে শুরু। নন এসি রুম ৭৫০ টাকা থেকে শুরু ও এসি রুম ১০৫০ টাকা থেকে শুরু।

হোটেল ওয়েভস হল দীঘার একটি হোটেল যেটি মূলত এয়ার কর্পোরেশন এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড এর হলিডে হোম হিসাবেও পরিচিত। হোটেলের মধ্যেই সুন্দর একটি বাগান রয়েছে যেখানে ছেলেমেয়েরা খেলা করতে পারে। সাথে রুমের সাথে ব্যালকনি ও সুস্বাদু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। চাইলে ফোন করে বুকিং সম্পর্কে জেনে নিতে পারেন বা সোজাসুজি হোটেলের ওয়েবসাইটে বুকিং করতে পারেন।

হোটেল ওয়েভস এর বুকিং এর লিংক 

২. হোটেল সুমন ও হোটেল পুষ্পক বা এলাহাবাদ ব্যাঙ্ক রিক্রিয়েশন ক্লাব (Hotel Suman  & Hotel Pushpak / Allahabad Bank Recreation Club)

  • ঠিকানাঃ হোটেল সুমনের ঠিকানা নিউ দীঘা সৎসঙ্গ আশ্রমের পাশে ও হোটেল পুষ্পকের ঠিকানা ওল্ড দীঘা রাজবাটী কমপ্লেক্স।
  • ফোন নম্বরঃ ০৩২২০ ২৬৬২৭১/ ২৬৬৪৭১
  • রুমের ভাড়া : ৩৫০ থেকে শুরু ৮০০ পর্যন্ত যেতে পারে।

দীঘাতে বাজেটের মধ্যে ভালো হোটেল খুঁজতে গেলে এই দুই হোটেলের কথা বলতেই হয়। হলিডে হোম হলেও যথেষ্ট পরিষ্কার পরিছন্ন আর দামটাও সাধ্যের মধ্যেই। তাই দীঘা যাওয়ার প্লানিং করলে এখানে বুকিংয়ের ট্রাই করে দেখতেই পারেন।

হোটেল সুমন অফিসিয়াল ওয়েবসাইট লিংক

৩. সাগরবেলা হোটেল বা ইউনিয়ান ব্যাঙ্ক এলপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড (Sagarbela Hotel Digha / Union Bank Employee’s Co-Operative Credit Soceity Ltd)

  • ঠিকানাঃ টিনা রড ৭২, জি টি রোড, এন ২ সেক্টর, নিউ দীঘা
  • ফোন নম্বরঃ ৯৪৭৭০৩৪৪৭৭
  • রুমের ভাড়া : ৩৫০ টাকা থেকে শুরু (ব্যাঙ্ক কর্মীদের জন্য) আর ৮০০ থেকে শুরু সাধারণ ভ্রমণার্থীদের জন্য।

দীঘাতে হলিডে হোম খুঁজছেন তাও বাজেটের মধ্যে তাহলে অবশ্যই সাগরবেলা হোটেলকে চেক আউট করতে পারেন। দীঘা রেল স্টেশন থেকে মাত্র ১১ মিনিটের পায়ে হাঁটা দূরত্বের মধ্যেই রয়েছে এই সুন্দর হোটেলটি। যেখানে ব্যাঙ্ক কর্মীদের জন্য মাত্র ৩৫০ টাকাতেই ঘর পাওয়া যাবে। আর সাধারণ পর্যটকদের জন্য ৮০০ টাকা থেকে শুরু রাম বুকিং।

৪. সৈকত শ্রী বা অল ইন্ডিয়া এলাহাবাদ ব্যাঙ্ক এস সি /এস টি এমপ্লয়িজ ওয়েলফেয়ার কাউন্সিল (Saikat Shree Holiday Home/ All India Allahabad Bank SC/ST Employee’s Welfare Council)

  • ঠিকানাঃ নিউ দিঘা অমরাবতী পার্কের কাছে।
  • ফোন নম্বরঃ  ০৩২২০২৬৬৭৩২
  • রুমের ভাড়া : ২০০ টাকা থেকে শুরু

লাহাবাদ ব্যাঙ্ক এস সি /এস টি এমপ্লয়িজ ওয়েলফেয়ার কাউন্সিল এর দীঘা হলিডে হোম হল এই হোটেল সৈকত শ্রী। যেখানে মাত্র ২০০ টাকা থেকেই রাম বুকিং করা যাবে। নন এসি, এসি, সমুদ্রমুখী সব রকমের ঘরই পাওয়া যাবে এই হোটেলে।

৫. আপনজন হলিডে হোম বা চৌধুরী লজ দীঘা (Apanjan Holiday Home / Chowdhury Logde Digha Holiday Home)

  • ঠিকানাঃ গোবিন্দ আবাসন, দীঘা, দীঘা- ৭২১৪৬৩
  • ফোন নম্বরঃ ০৩৩২২৪৮৭১৩২
  • রুমের ভাড়া : ১৫০/২০০ টাকা থেকে শুরু।

একেবারে কম বাজেটের মধ্যে দীঘাতে হলিডে হোম খুঁজছেন? তাহলে এই হলিডে হোমটি আপনার জন্যই। এখানে মাত্র ১৫০ টাকা থেকে রুম বুকিং করতে পারেন। আর একেবারে পকেট ফ্রেন্ডলি বাজেটে দীঘার মজা উপভোগ করতে পারেন।

প্রসঙ্গত, যে হোটেল গুলি সম্পর্কে জানানো হয়েছে এগুলি ছাড়াও আরও অনেক হলিডে হোম রয়েছে। সমস্ত হোটেল অনলাইনে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে সস্তার হলিডে হোম লোকাল ট্রাভেল এজেন্টের তরফ থেকে পাওয়া যেতে পারে। এছাড়াও কম বাজেটে দীঘায় থাকতে চাইলে ডরমেটরি রুম ব্যবহার করতে পারেন। তাতে হোটেলের রুম বুকিংয়ের তুলনায় নামমাত্র খরচ আসবে।

× close ad