আমরা সকলেই ভালোবাসি গাছ বসাতে। আর তাই তো আমরা বিভিন্ন ধরনের গাছ বসাতে পছন্দ করি। কিন্তু সব গাছেরই যেমন ভালো দিক আছে, সব গাছেরই তেমন খারাপ দিক আছে। কোনো গাছের যেমন সুন্দরতা আছে, তেমনই কোনো গাছ বাড়িতে রাখলে জীবনের সমস্যাও আছে। আজ দেখে নেওয়া যাক, কোন গাছগুলো বাড়িতে রাখলে জীবনে সমস্যা হবে।
তেঁতুল গাছ (Tamrind Tree) : বাড়িতে তেতুল গাছ লাগানো খুব খারাপ। এই গাছ বাড়িতে লাগালে, বাড়ির কেউ সুস্থ থাকে না। আগেকার দিনের মানুষ মনে করতেন এই গাছ বাড়িতে লাগালে, বাড়ির সদস্যদের কুষ্ঠ রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই সবাই পরামর্শ দেন তেতুল গাছ বাড়ি থেকে দূরে লাগানো উচিত।
বাঁশগাছ (Bamboo Tree) : এই গাছ বাড়ির উঠোনে রাখা উচিত নয়। কারণ বাঁশ গাছ মৃত্যুর সময় কাজে লাগে। আর তাই বাড়িতে এই গাছ লাগানো নিষিদ্ধ করা হয়।
বনসাই গাছ (Bonsai Plant) : এই গাছ দেখতে সুন্দর। বাড়িতে লাগালে সৌন্দর্য বৃদ্ধি করলেও, এই গাছ বাড়িতে লাগানো উচিত নয় । এই গাছ লাগালে বাড়ির সদস্যদের সবার মনে নেতিবাচক চিন্তার উদ্রেক হয়।
কুল গাছ (Kul Gach) : অনেকেরই বাড়িতে কুল গাছ লাগানো থাকে। কিন্তু এই গাছ বাড়িতে লাগানো উচিত নয়। এটিও বাড়িতে লাগালে, বাড়ির সবার মনে নেতিবাচক চিন্তার প্রাধান্য বৃদ্ধি পায়। বাড়িতে শত্রু বাড়তে থাকে। তাই বাড়িতে এই গাছ লাগানো উচিত নয়।
তাল গাছ (Brab Tree) : অনেকেরই বাড়ির উঠোনে দেখা যায় তাল গাছ। কিন্তু বাড়িতে তাল গাছ রাখা উচিত নয়। বাড়িতে লাগালে সবসময় দারিদ্র্যতা বিরাজমান। তাই বাড়ির বাইরে এই গাছ লাগানো উচিত।
কাঁটাযুক্ত গাছ (Thorny Plants) : গোলাপ গাছ ছাড়া বাড়িতে যে কোনও ধরনের ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। এই গাছ ঘরে লাগালে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়।
খেজুর গাছ (Date palm Tree) : এই গাছ বাড়িতে লাগানো উচিত নয়। বাড়িতে রাখলে দারিদ্র্যতা দেখা যায়। এই গাছ বাড়িতে রাখলে আর্থিক সমস্যাও বাড়তে থাকে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য খারাপ হতে দেখা যায়।