আবহাওয়ার খবর : রাজ্যের কোথাও বৃষ্টি, আর কোথাও তীব্র গরম, রইল আবহাওয়া দফতরের পূর্বাভাস

দেখতে দেখতে বাংলা বছরের শেষের দিকে , চলছে চৈত্র মাস। তবে চৈত্রের সেলের ছাড়ের মত বেড়েই চলেছে তাপমাত্রা। অবশ্য এবার রাজ্যবাসীর জন্য গরমের মাঝে খানিক

Desk

West Bengal Kolkata Weather Update 5th April 2022

দেখতে দেখতে বাংলা বছরের শেষের দিকে , চলছে চৈত্র মাস। তবে চৈত্রের সেলের ছাড়ের মত বেড়েই চলেছে তাপমাত্রা। অবশ্য এবার রাজ্যবাসীর জন্য গরমের মাঝে খানিক স্বস্তির খবর মিলেছে। কিন্তু সর্বত্র মেলেনি স্বস্থির খবর। কোথাও বৃষ্টির পূর্বাভাস থাকলেও কিছু জায়গায় আবার উষ্ণতা বাড়ার খবর মিলেছে। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর।

আজকের আবহাওয়ার খবর (Weather Update Today)

আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস পর্যন্ত যেতে পারে

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭° সেলসিয়াস

বাতাসে আর্দ্রতা থাকবে ৯৩%

বাতাসের গতিবেগ ২৪ কিমি/ ঘন্টা

আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা : ৮১%

আজকের আবহাওয়া (Weather Report)

সোমবার আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আকাশ বেশ খানিকটা মেঘে ঢাকা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি হলেও  তাপমাত্রা উর্ধমুখীই থাকবে। বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিললেও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩° সেলসিয়াস ও ২৭°সেলসিয়াস থাকবে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

অক্ষরেখার পরিবর্তনের জেরে বিশাল পরিমানে জলীয় বাস্প ঢুকছে পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর থেকে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে উত্তরবঙ্গে। আগামীকালের মধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বেশ কিছুদিন আবহাওয়া এমনই থাকতে চলেছে উত্তরবঙ্গে।

এবার দক্ষিণবঙ্গের আবহাওয়া খবর, উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী দু তিন দিনের মধ্যে তাপমাত্রা ২-৩°সেলসিয়াস বাড়তে পারে। আর উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হলে তাপমাত্রা আরও কিছুটা কম হতে পারে।

আগামী কালের আবহাওয়ার খবর

আগামীকালের আবহাওয়ার খবর বলতে গেলে কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩° সেলসিয়াস ও ২৬° সেলসিয়াস থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের কিছু জেলায় মেঘাছন্ন আকাশ থাকতে পারে। তবে গরম বাড়তে শুরু করেছে আর আগামী বেশ কয়েক দিন এই তাপপ্রবাহ চলবে। সাথে আর্দ্রতা বেশি হওয়ার কারণে সাধারণ মানুষের অস্বস্তি আরও বাড়তে পারে।

Related Post