‘বিশ্বাস করে বারবার ঠকেছি’, ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা নিয়ে অকপট ‘কোকো’ ইপ্সিতা

Ipshita Mukherjee : 'কাজটাই আমার হবি' ইন্ডাস্ট্রিতে কাজ নিয়ে অকপট 'জল থই থই ভালোবাসা'র 'কোকো'

Nandini

ipshita mukherjee openup about her acting experience

টলিপাড়ার (Tollywood) এক অন্যতম জনপ্রিয় শিশুশিল্পী তথা অভিনেত্রী ইপ্সিতা মুখার্জী (Ipshita Mukherjee)। একপ্রকার তার এই ইন্ডাস্ট্রিতেই বড় হয়ে ওঠা। ছোট থেকেই তিনি বাংলা সিরিয়ালের অন্যতম পছন্দের অভিনেত্রী। যাকে প্রতিটি দর্শক ভীষণ ভালোবাসেন। যেকোনো চরিত্রেই ইপ্সিতা নিজের সাবলীল অভিনয় দিয়ে মন জয় করে নেন দর্শকের। সুবর্ণলতার হাত ধরে অভিনেত্রীর পরিচিতি হয় বাংলা ধারাবাহিকে।

তারপর কেয়া পাতার নৌকোতে ইপ্সিতা আর দেবোত্তমের জুটি বেশ জনপ্রিয় হয়। সেই জুটিই আবার দীর্ঘ অনেকগুলি বছর পর একসাথে ছোটপর্দায়। তবে এবার তারা স্টার জলসার পর্দায়। জলসার বর্তমান জনপ্রিয় সিরিয়ালের মধ্যে একটি হল ‘জল থই থই ভালোবাসা’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য আর অভিনেতা চন্দন সেন।

ipshita mukherjee coming on ekka dokka serial

আর এই ধারাবাহিকের আবার বহু বছর পর জুটি বেঁধে ফিরেছেন ইপ্সিতা আর দেবোত্তম। এই ধারাবাহিকে অভিনেতা অর্ণবও রয়েছেন। সম্প্রতি, ইপ্সিতা ‘নোয়ার আড্ডায়’ ধরা দেন। সেখানেই অভিনেত্রীকে তার জীবন, অভিনয় এইসব নিয়ে প্রশ্ন করা হলে তিনি অনেক কথাই বলেন। অভিনেত্রীর কথায়, তিনি নিজেকে খুব ভাগ্যবতী মনে করেন। ম্যাজিক মুমেন্টসের সাথেই তার বড় হয়ে ওঠা। তাকে সকলে বাড়ির মেয়ের মতই দেখেন।

আরও পড়ুনঃ ‘বর্তমান অভিনেতাদের নিষ্ঠার অভাব’! বিস্ফোরক মন্তব্য শুভাশীষ মুখোপাধ্যায়ের

অভিনয় নিয়ে তার চিন্তাধারা খুব স্পষ্ট। অভিনেত্রী জানান, ইপ্সিতার কোনো ছাপ তিনি অভিনীত চরিত্রদের উপর পড়তে দেননা। তিনি মনে করেন সেই চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে ইপ্সিতার পরিস্থিতির ছাপ ফুটে উঠলে তখন সেই চরিত্রের সাথে দর্শকদের সাথে অন্যায় করা হয়। তার মতে, চোখের ভাষায় সব ধরা পড়ে। তাই তিনি রোজ নিজেকে সবকিছু ভুলে সেই চরিত্রে মজে যেতে চান। চেষ্টা করেন।

বর্তমানে সিরিয়ালের সময়সীমা খুব কম। এই নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করলে তিনি জানান, বর্তমানে অন্যধারার কাজ হয়। আগেও ভালো কাজ হত। আগে সিরিয়ালটাই সব ছিল। এখন সময়ের সাথে সাথে সেটা ভাগ হয়ে গেছে। সমাজ, পরিস্থিতি, পরিবেশ সব কিছুর সাথে একটা পরিবর্তনের মধ্যে আছেন সকলে, ইন্ডাস্ট্রিও সেইভাবেই পরিবর্তিত হচ্ছে।

Related Post