জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)র প্রোমো ভিডিও টিভির পর্দায় আসতেই দেখা গিয়েছিল ৫ নারীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গল্প আসছে। এই ৫ নারী একে অপরের সাথে অনেকদিনের পরিচিত নয়, কয়েকদিনের পরিচয়েই তাদের মধ্যে ফুটে উঠবে ভালোবাসার সম্পর্ক। তারা একে অপরের পাশে দাঁড়াবে, একে অপরকে রক্ষা করবে।
এই ৫ নারী হলেন, স্নেহা ভট্টাচার্য (বিপাশা ), মানালি দে (শিমুল), কুয়াশা বিশ্বাস(প্রতীক্ষা)(Kuyasha Biswas), বাসবদত্তা চ্যাটার্জী (সুচরিতা), সৃজনী মিত্র (শীর্ষা)।ধারাবাহিক যখন শুরু হয় তখন থেকে চার নারীকেই বিশেষ ভাবে দেখা যাচ্ছিল চার নারীর সম্পর্ককেই মেলে ধরেছিল পর্দায়। এই তো সম্প্রতি সকলে ঘুরতে গেছে সমুদ্র সৈকতে সেখানে এই চার নারীকেই দেখা গেছে পঞ্চম নারী অর্থাৎ প্রতীক্ষাকে দেখা যায়নি।
প্রতীক্ষা হল শিমুলের দেওরের হবু বউ। এখনো পর্যন্ত তার চরিত্র ধূসরই রয়েছে ভালো দিকে এগোয়নি বা শিমুলদের সাথে সম্পর্ক তৈরি হয়নি। প্রতীক্ষাকে শেষ দেখা গিয়েছিল শিমুলের নাচের অনুষ্ঠানে তারপর আর দেখা যায়নি। যেহেতু পাঁচ নারীর কথা এখানে রয়েছে তাই দর্শকরা বলছেন আর এক চরিত্রকে তো তেমন ভাবে দেখা যাচ্ছে না, তাহলে কী প্রতীক্ষা চরিত্রের অভিনেত্রী কুয়াশা কি অভিনয় ছেড়ে দিলেন ?
এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনো কলটাইম দেওয়া হয়নি , বেশ কয়েক সপ্তাহ ধরে শ্যুটিং সেটে ডাকা হয়নি তাকে, আর তাই দেখা যাচ্ছে না। শ্যুটিং টাইম দিলে আবার তিনি ফিরবেন। এর থেকেই বোঝা গেল ধারাবাহিক ছেড়ে তিনি চলে যাননি। আশা করা যায় খুব শীঘ্রই দেখা মিলবে।
আরও পড়ুনঃ ‘শিমুলে’র প্রতিবাদী চরিত্রেই খুশি দর্শক, নায়িকার চরিত্র বদলে যাক চাননা দর্শক
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রয়েছেন। প্রথম ধারাবাহিক জানি দেখা হবে। তারপর একে একে ‘ফেলনা’, ‘আয় তবে সহচরী’, ‘বাংলা মিডিয়াম’ সহ আরও অনেক ধারাবাহিকে। তবে বেশি জনপ্রিয়তা দিয়েছে আয় তবে সহচরী ধারাবাহিক। এই ধারাবাহিকের দেবিনা চরিত্র আজও দর্শকদের মনে রয়ে গেছে।