‘ও বন্ধু তুমি শুনতে কি পাও…’ গানটা মনে আছে নিশ্চই? একটা সময় রেডিও থেকে টিভি সর্বত্র শুনতে পাওয়া যেত এই গান। হ্যাঁ ঠিক ধরেছেন ‘সাথী’ সিনেমার কথাই বলছি। এই ছবি দিয়েই অভিনয়ের জগতে পা রাখেন টলি সুপারস্টার জিৎ (Jeet)। তবে আরও এক জনের ফিল্মি কেরিয়ারের শুরু ছিল এই ছবি, তিনি হলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। আর এবার দীর্ঘ আট বছর পর ফের একবার একত্রে দেখা যাবে দুজনকে। কোন ছবিতে? জানতে আজকের প্রতিবেদন পড়তে হবে শেষ অবধি।
এক ছবিতে জিৎ ও কাঞ্চন মল্লিক
২০২৩ এর পর ফের একবার বাংলার প্রেক্ষাগৃহে আসছে জিতের ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। আর সেখানেই দেখা যাবে জিৎ ও কাঞ্চন মল্লিককে। জানা যাচ্ছে ২০২৬ সালেই মুক্তি পাবে ছবিটি সম্ভবত পুজোর সময়েই। ইতিমধ্যেই ছবির টিজার লঞ্চ হয়েছে।
সম্প্রতি একসাথে কাজের প্রসঙ্গে কাঞ্চন জানান, আমাদের দুজনেরই ফার্স্ট ছবি ‘সাথী’। এরপর অনেক ছবিতেই একসাথে কাজ করেছি। তাই বন্ধুত্ব অনেক দিনের, তবে এতদিন পর দেখা হলেও পুরোনো আড্ডাটা রয়েই গেছে। এদিকে ওর ছেলে আবার আমার মেয়ে দুজনের বয়সও বেশ কাছাকাছি। ছেলেমেয়েদের নিয়ে বেশ গল্প হয়েছে দুজনের।
আরও পড়ুনঃ পার্টিই করতে হবে এমন নয়, বছর শেষে কি প্ল্যান দিব্যজ্যোতির? জানালেন নিজেই
আশা করা হচ্ছে, এবছর দর্শকদের জন্য এক ছবি উপহার মিলবে। অবশ্য জিতের সাথে এই ছবি ছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে দেখা যাতে তাকে। এছাড়া ‘নিকষছায়া ২’ ওয়েব সিরিজেও দেখা যাবে অভিনেতা কাঞ্চন মল্লিককে।








