বহদিন যাবৎ টলিপাড়ার (Tollywood) চর্চিত একটি জুটি শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) আর কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। অনেক আগে থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল ঘোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে তারা কেউই সঠিক উত্তর দেননি। তারা তাদের সম্পর্ককে সমাজমাধমে বন্ধুত্বের নামই দিয়েছিলেন। তবে গত ১০ ই জানুয়ারি অভিনেতা আইনি ভাবে তার দ্বিতীয় স্ত্রীর সাথে বিচ্ছেদ সারেন।
আর তার পরেই সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে নতুন ধামাকা। ১৪ ই ফেব্রুয়ারি আইনি বিবাহে আবদ্ধ হন শ্রীময়ী চট্টরাজের সাথে (Kanchan-Sreemoyee Wedding)। দীর্ঘদিনের চর্চা পরিণত হয় বাস্তবে। তারা একে অপরকে চেনেন বহু বছর ধরে। অভিনেতা কাঞ্চনের কথায় শ্রীময়ী তার জীবনের পরশপাথর। শ্রীময়ীও খুব ভালোবাসেন কাঞ্চনকে।
View this post on Instagram
আইনি বিবাহ কিংবা সামাজিক বিবাহ সবেতেই ছিল এলাহী আয়োজন। জানা গিয়েছিল আইনি বিয়ের দিন অভিনেতা শ্রীময়ীকে একটি লাল শাড়ি আর একটি প্লাটিনামের আংটি উপহার দিয়েছিলেন। তবে সেদিন তাদের আংটি বদল হয়নি। আংটিবদল তারা সামাজিক বিয়ের জন্য তুলে রেখেছিলেন। আজ অর্থাৎ ২রা মার্চ সমস্ত কথাকককে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজকীয় ভাবে সাত পাকে বাঁধা পড়লেন শ্রীময়ী-কাঞ্চন।
আরও পড়ুনঃ বিয়ের পরেই আক্ষেপ শ্রীময়ীর, কি নিয়ে অসুখী তৃতীয় পত্নী? নিজেই জানালেন অভিনেত্রী
View this post on Instagram
তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল একটি ১১৪ বছর পুরোনো ‘গ্যালেরিয়া ১৯১০’ এ। তাদের বিয়েতে ছিল খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া। টুকটুকে লাল বেনারসীতে সেজে উঠেছিলেন শ্রীময়ী। গলায় আকন্দ ফুলের মালা। শ্রীময়ীর কথায় নিজের বিয়ের শাড়ি নিজেই ডিজাইন করেছিলেন। অন্যদিকে বর কাঞ্চন সেজে উঠেছিলেন সাদা ধুতি পাঞ্জাবিতে। যাতে লালের সুন্দর কাজ করা ছিল।
জানা যাচ্ছে, তাদের বিয়ের মেনুতে ছিল পোলাও, মটন ইত্যাদি। সমস্ত রীতিনীতি, আচার মেনেই সাত পাকে বাঁধা পড়েছেন ৫৩ র কাঞ্চন আর ২৭ বছর বয়সী শ্রীময়ী। তারা প্রমান করে দিলেন ভালোবাসার কাছে বয়স কেবল সংখ্যা মাত্র। রইল তাদের বিয়ের প্রথম ছবি। যদিও সময়ে সময়ে অভিনয়ে তার আইবুড়োভাত, মেহেন্দি থেকে সংগীত সব অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে।