শিশুশিল্পী অরিত্র দত্ত বণিক এখন যুবক! রইল অভিনেতার এখনকার ছবি

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে অনেক শিশুশিল্পীই আজ বর্তমানের জনপ্রিয় অভিনেতা বা অভিনেত্রীতে পরিণত হয়েছেন। অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী একসময় শিশুশিল্পী হিসাবে পেয়েছিলেন অভিনয়ের সুযোগ। তাদের অভিনয়

Desk

littel aritra dutta banik now an young man there his picture

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে অনেক শিশুশিল্পীই আজ বর্তমানের জনপ্রিয় অভিনেতা বা অভিনেত্রীতে পরিণত হয়েছেন। অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী একসময় শিশুশিল্পী হিসাবে পেয়েছিলেন অভিনয়ের সুযোগ। তাদের অভিনয় শৈলী তাদের পৌঁছে দিয়েছেন জনপ্রিয়তার শিখরে। তাদের মধ্যে কিছু অভিনেতা অভিনেত্রী এখনো সমানতালে নিজের কাজ বজায় রেখেছেন।আবার কিছু শিশুশিল্পী অভিনয় থেকে বিরতি নিয়ে মন দিয়েছেন নিজের উচ্চশিক্ষার পড়াশুনায়। তেমনি একজন শিশুশিল্পী হলেন অরিত্র দত্ত বণিক (Aritra Dutta Banik)।

শিশুশিল্পী অরিত্রকে দর্শক প্রচুর ভালোবাসা দিয়েছেন। পর্দায় তার নির্ভয় অভিনয় সকলকে মুগ্ধ করেছে বারংবার। তবে সেই শিশুশিল্পী অরিত্র দত্ত বণিক (Aritra Dutta Banik) আজ আর শিশু নেই। সে এখন যুবক। হ্যান্ডসম অরিত্রের ছবি দেখলে অবাক হবেন আপনিও। এই অরিত্র প্রথম একটি ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিল। ইটিভি বাংলা চ্যানেলের পর্দায় তিথির অতিথি ধারাবাহিকে তাকে প্রথম দেখা গিয়েছিলো। এরপর সে জী বাংলা ও ষ্টার জলসার পর্দাতেও ধারাবাহিকে অভিনয় করেছে।

littel aritra dutta banik now an young man there his present pictures

অরিত্র ধারাবাহিক, অভিনয়ের পাশাপাশি সঞ্চালকের ভূমিকাতেও তাকে দেখা গাছে টিভির পর্দায়। জী বাংলা চ্যানেলে অনুষ্ঠিত ডান্স বাংলা ডান্স নাচের শোয়ে অরিত্রকে সঞ্চালনায় দেখা গিয়েছিলো। এছাড়াও চিরদিনই তুমি যে আমার, পরান যায় জালিয়া রে, চ্যালেঞ্জ, হাঁদা এন্ড ভোঁদা, লে ছক্কা, খোকাবাবুর মত একাধিক ছবিতে বিভিন্ন চরিত্রে এই অভিনেতাকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়াও ২০১১ সালে অরিত্র একটি সিনেমার টাইটেল রেকর্ডিংয়ে প্লে ব্যাক সিঙ্গার হিসাবে গানও গেয়েছে।

littel aritra dutta banik now an young man there his present pictures 1

আরও পড়ুনঃ সাংসদ থেকে অভিনেত্রী, সবেতেই আছেন, নুসরতের ভিডিও ভাইরাল হতেই কটাক্ষ নেটিজেনদের

বর্তমানে অরিত্র অভিনয় জগৎ থেকে কিঞ্চিৎ বিরতি নিয়েছে। সে এখন অভিনয়ের পর্দায় নেই। অভিনয়ের পাশাপাশি পড়াশুনাও খুব মন দিয়ে করতো সে। পড়াশুনাতেও মেধাবী। তাই স্কুলের পড়াশুনা শেষ করে সে সমাজবিদ্যায় উচ্চশিক্ষা গ্রহণ করেছে। স্নাতক ডিগ্রি অর্জন করে এখন সে ইন্ডাস্ট্রিতে ভিডিও এডিটিং এর কাজে নিজেকে নিযুক্ত করেছে। তবে হয়তো দর্শক তাদের এই প্রিয় শিল্পীকে আবারও পর্দায় দেখতে পেতে পারেন কখনও।

Related Post