ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের সমস্ত শ্রেণীর মানুষের জন্য বিভিন্ন আর্থিক ও সামাজিক প্রকল্প চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২রা ডিসেম্বর মালদায় ১৫ বছরের উন্নয়নের প্রসঙ্গে কন্যাশ্রী, থেকে লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) সহ একাধিক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। সেই মঞ্চ থেকেই বড় ঘোষণা করেন লক্ষীর ভান্ডার নিয়ে।
লক্ষীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা | Lakshmir Bhandar
২৬ এর বিধানসভার জন্য ইতিমধ্যেই জনসভা করা শুরু হয়েছে। গত বুধবার এমনই এক জনসভা থেকে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রায় দুই কোটি একুশ লক্ষ মা-বোনেরা লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান বলে জানান তিনি। শুধু তাই নয়, বিগত ৫ বছর যাবৎ প্রত্যেক মহিলা ৬০০০০ টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন বলে জানান, যেটা তফসিলি উপজাতির মহিলাদের ক্ষেত্রে ৭০০০০ টাকা।
কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
গাজোলে যে জনসভার আয়োজন হয়েছিল, সেখানে মমতা জানান, ‘অন্যান্য রাজ্যে ভোট প্রচারের সময় এই ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে। কিন্তু আমরা নির্বাচনের রাজনীতি করি না। তাই আজীবন লক্ষীর ভান্ডার দেওয়া হবে। এমনকি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও লক্ষীর ভান্ডারের জন্য কোন দরখাস্তের প্রয়োজন পড়বে না। আপনি যতদিন বাঁচবেন লক্ষীর ভান্ডার পাবেন’।








