ডিভোর্স অতীত! বাবুউউউ’র মায়ের সামনেই আবার সাত পাকে ঘুরল সৃজন-পর্ণা

Neem Phooler Madhu : জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। চার সদস্যের একটা ছোট পরিবার থেকে একান্নবর্তী

Nandini

neem phooler madhu serial on anniversary srijan parna again tie knot

Neem Phooler Madhu : জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। চার সদস্যের একটা ছোট পরিবার থেকে একান্নবর্তী পরিবারের বউ হয়ে আসে পর্ণা। তার সাধ ছিল সে গুছিয়ে সকলকে নিয়ে মিলে মিশে সংসার করবে। কিন্তু বাধ সাধল পর্ণার শাশুড়ি। প্রথম থেকেই পর্ণাকে কৃষ্ণার অপছন্দ। সে একপ্রকার বাধ্য হয়ে ছেলের বিয়ে দিতে রাজি হয়েছে পর্ণার সাথে।

কিন্তু সময়ের সাথে সাথে ভালোবাসার বদলে পর্ণার প্রতি তার ভুল ধারণা বেড়েই চলেছে। বর্তমানে সৃজন আর পর্নার ডিভোর্সের জন্য সবচেয়ে বড় উদ্দ্যোক্তা সৃজনের মা কৃষ্ণা। সবাই পর্ণার ভালো দিকটা দেখতে পেলেও কৃষ্ণা কিছুতেই তা স্বীকার করতে নারাজ। সে পর্ণাকে বাড়িছাড়া করেই ছাড়বে।

neem phooler madhu serial thammi succesfully tie srijan and parna's knot

তবে পর্ণাও এত সহজে ছাড়ার মেয়ে নয়। সে কিছুতেই সৃজনকে ডিভোর্স দিতে চায়না। তাই শেষমেশ নিজের চাকরি হারিয়ে সৃজনের কাছে খোরপোষের দাবি রাখে। তবে খোরপোষের অংক শুনেই মাথায় হাত পড়েছে সৃজন আর তার মা কৃষ্ণার। পর্ণা খোরপোষ বাবদ হিসেবে নিকেষ কষে ৫০ লক্ষ টাকা চেয়েছে।

তবে সৃজন কি করতে চলেছে তা তো সময়ের সাথেই জানা যাবে। তার আগে আজকের পর্ব দিল চোখ জুড়ানো একটা মুহূর্ত উপহার। বিবাদ ঝগড়া ভুলে সৃজন আর পর্ণা নিজেদের প্রথম বছরের বিবাহবার্ষিকী পালনে মেতে উঠল। ভাবছেন তো এটা কিকরে হল? আসলে, ফুলকির পরিবারকে ঠাম্মি এই দ্বায়িত্ব দিয়েছিল। তাই তাদের সামনে দত্ত বাড়ির মুখ রাখতে সৃজন নিজেই রাজি হয় বিবাহবার্ষিকী পালনে।

neem phooler madhu serial parna taught krishna a lesson

তবে যেমনতেমন করে নয়। গায়ে হলুদ থেকে মালাবদল সবটাই আবার নতুন করে পালন করে সৃজন-পর্ণা। ফুলকি পরিবার মিলে ধুমধাম করে সৃজনের মায়ের চোখের সামনেই আবার সৃজন-পর্ণার গাঁটছড়া বেঁধে দেয়। একবার তিনি চেষ্টা করেন বিয়েটা আটকানোর। কিন্তু পর্ণার বুদ্ধির কাছে ডাঁহা ফেল করেন। আর বিয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তার আর কোনো উপায় থাকে না।

Related Post