ভারতীয় নাগরিকদের কাছে ‘আধার কার্ড’ (Aadhar Card) একটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি। পরিচয়পত্র থেকে শুরু করে রেশন এমনকি ব্যাঙ্কিং পরিষেবা পেতে গেলেও আধার মাস্ট। তবে এবার জানা যাচ্ছে নভেম্বর অর্থাৎ চলতি মাস থেকেই চালু হতে চলেছে নয়া ‘আধার’ অ্যাপ। কেমন হবে সেটি আর কিভাবে কাজ করবে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
চালু হচ্ছে নয়া আধার অ্যাপ
হ্যাঁ ঠিকই দেখছেন, নাগরিকদের তথ্যের অপব্যবহার বন্ধ করতে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে অফলাইনে আঁধার যাচাই বন্ধ করার! যার ফলে ‘ডিজিযাত্রা’র মত একটু নতুন আধার অ্যাপ চালু হতে চলেছে।
বদলে যাচ্ছে কার্ডের ধরন জানালো UIDAI
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI এর মতে নতুন আধার কার্ডে নাম ঠিকানার মত ব্যক্তিগত তথ্য থাকবে না। শুধুমাত্র ছবি ও QR কোড থাকবে, সেটা স্ক্যান করলেই সমস্ত তথ্য পাওয়া যাবে। আর এই QR বুঝার জন্য লাগবে আধার কিউআর স্ক্যানার (Aadhar QR Scanner APP)। এই অ্যাপটি ইতিমধ্যেই গুগুল প্লে স্টোরে দেখাও যাচ্ছে। জানা যাচ্ছে এটির ব্যবহার চালু হওয়ার পর ওফাইনে আঁধারের দরকার পর্বে না ফলে আঁধারের জেরক্স নিয়ে ঘুরতেও হবে না আর নিরাপত্তাও আগের তুলনায় বাড়বে।
Aadhar QR Scanner APP এই মিলবে সমস্ত তথ্য
বিগত মঙ্গলবার ১৮ই নভেম্বর একটি কনফারেন্স এই নিয়ে বক্তব্য রাখেন UIDAI এর সিইও ভুপেশ কুমার। তিনি জানান, অফলাইনে পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের তথ্য নেওয়া যায় না, এমনকি জেরক্সও রাখা যায় না। কিন্তু হোটেল থেকে শুরু করে বিভিন্ন সংস্থায় সেটা রাখা হয়। যার ফলে ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা বাড়ছে। এই ধরণের অযাচিত ঘটনা বন্ধের জন্যই আগেই ১ ডিসেম্বর আলোচনায় বসতে চলেছে ইউআইডিএআই। তবে এখানে প্রশ্ন হল কিভাবে তথ্য যাচাই হবে? উত্তর রইল এই প্রতিবেদনেই।
কিভাবে হবে তথ্য যাচাই?
যেমনটা জানা যাচ্ছে, সবটাই হবে অফলাইন ভেরিফিকেশন সিকিং আংটিটিস বা OVSI এর মাধ্যমে। যিনি আধার কার্ডের OVSI দিয়ে স্ক্যান করবেন তারপর ফেস ভেরিফিকেশন হবে। তাহলেই আধারের তথ্য যাচাই হয়ে যাবে। যদিও বাস্তবায়নের জন্য সম্পূর্ণরূপে এই পদ্ধতি চালুর অপেক্ষা করতে হবে।








