‘স্টার জলসা পাগল হয়ে গেছে’, আবারও এক নতুন সিরিয়ালের প্রোমোতে ক্ষুব্ধ নেটনাগরিকরা, রইল প্রোমো

জি থেকে স্টার, সব জায়গাতেই এখন সিরিয়ালের রমরমা বাজার। সিরিয়াল বললে ভুল হবে, নতুন সিরিয়ালের রমরমা। নতুন নতুন প্রোমো ভিডিও সবার সামনে আসছে। এ নিয়ে

Saranna

new serial komola o sriman prithviraj coming on star jalsha

জি থেকে স্টার, সব জায়গাতেই এখন সিরিয়ালের রমরমা বাজার। সিরিয়াল বললে ভুল হবে, নতুন সিরিয়ালের রমরমা। নতুন নতুন প্রোমো ভিডিও সবার সামনে আসছে। এ নিয়ে মানুষের মনে বেশ উদ্বেগ দেখা যায়, নতুন সিরিয়াল আসছে, নতুন কাহিনী আসছে বেশ জমজমাট হবে। আবার অন্যদিকে একটু বিষণ্নতাও কাজ করে, পুরানো কে ফেলে নতুন কে গ্রহণ করা।

সম্প্রতি স্টার জলসায় (Star Jalsha) বৃহস্পতিবার এসেছে একটি নতুন সিরিয়ালের টিজার। সিরিয়ালের নাম ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sriman Prithviraj)। যা প্রকাশ্যে আসতেই বেশ শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। এই নতুন সিরিয়ালের টিজার আসার জন্য কেউই আশায় ছিল না। সবাই বেশ সারপ্রাইজ হয়েছেন। কারণ সবেমাত্র এসেছে পঞ্চমী ধারাবাহিকের প্রোমো। অন্যদিকে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক এসে গিয়েছে। তাই ভাবতেই পারেনি আবার কিছু আসবে।

new serial komola o sriman prithviraj

বিংশ শতাব্দীতে সারা বাংলা যখন উত্তাল স্বদেশী আন্দোলনে , এরই মাঝে গড়ে ওঠা দস্যিপনা ও ভালোবাসার গল্প দেখা যাবে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের। কে হচ্ছেন নায়ক-নায়িকা তা জানা যায়নি। তবে অ্যানিমেশন এর মুখ দেখে নায়কের ভূমিকায় হয়ত অভিনয় করতে দেখা যায় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়কে। এমনটাই বলছেন শন অনুরাগীরা।

১৯৭৩ সালে তরুণ মজুমদার পরিচালিত শ্রীমান পৃথ্বীরাজ নামক একটি সিনেমা তৈরি হয়েছিল। সিনেমার কাহিনীতে দেখা গিয়েছিল, প্রাক স্বাধীনতা যুগের প্রেক্ষাপটে দুই নর নারীর প্রেমকাহিনী। এই সিনেমাটি নির্মিত হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রীমান পৃথ্বীরাজ গল্প অবলম্বনে। এই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন অয়ন বন্দ্যোপাধ্যায় ও মহুয়া রায়চৌধুরী।

এক নেট নাগরিক সিনেমার কথা অনুসরণ করে লিখেছেন, ‘সিনেমা টি এপিক, দয়া করে সিরিয়াল বানিয়ে এর মাধুর্য কে নষ্ট করবেন না’। অনেকেই এই নতুন ধারাবাহিককে স্বাগত জানিয়েছেন, ‘এরকম কিছু সিরিয়াল যদি আসে তাহলে ভালোই হয় তাদের মতে। মাধবীলতা আর গাঁটছড়ার মতো ওইসব প্রেম বাঁদরামো ছ্যাবলামো আর দেখতে মন যায় না আর ভাল লাগে না’।

তবে স্টার জলসায় এত সিরিয়ালের আগমন দেখে বেশিরভাগ দর্শক বেশ রাগান্বিত, কেউ লিখছেন, ‘স্টার জলসা চ্যানেল 2 আসছে বোধহয়। তাই এত এত সিরিয়াল আসছে’। আবার কেউ লিখেছেন, ‘জলসা পাগল হয়ে গেছে এতগুলো সিরিয়াল জায়গা কোথায় দিবে’। আর এক নেট নাগরিক লিখেছেন, ‘হায়রে জলসা টাইম কনফার্ম না করেই একটার পর একটা সিরিয়াল আনছে’।

Related Post