‘পঞ্চমী’র পর নতুন ধারাবাহিকের হাত ধরে পর্দায় ‘শিঞ্জিনী’, বেজায় খুশি দর্শকেরা

Shinjinee Chakraborty : জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘উমা’। টিভির পর্দায় এই ধারাবাহিক বেশ জনপ্রিয়তা ছিল। ধারাবাহিকের কাহিনী এবং ধারাবাহিকের আনকোরা জুটি সকলকেই

Saranna

shinjinee chakraborty coming on new serial

Shinjinee Chakraborty : জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘উমা’। টিভির পর্দায় এই ধারাবাহিক বেশ জনপ্রিয়তা ছিল। ধারাবাহিকের কাহিনী এবং ধারাবাহিকের আনকোরা জুটি সকলকেই ধারাবাহিক মুখী করেছিল। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty) এবং নীল ভট্টাচার্য। ধারাবাহিক শেষের পর নীল এবং শিঞ্জিনীকে দেখা গিয়েছিল অন্য ধারাবাহিকে।

নীল এখন ব্যস্ত বড়পর্দার জন্য। আর শিঞ্জিনীকেও দেখা যাচ্ছে অনান্য ধারাবাহিকে। এবার আরও একটি নতুন ধারাবাহিকে আগমন ঘটবে শিঞ্জিনীর। এই নতুন ধারাবাহিকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। এর আগে স্টার জলসার পঞ্চমী ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল। আবার সেই খল চরিত্র নিয়েই পর্দায় ফিরছেন।

ponchomi serial new promo come out

এবার আর স্টার নয়, জি বাংলার পর্দাতেই দেখা মিলবে অভিনেত্রীকে।ইতিমধ্যেই জি বাংলায় নতুন একটি ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে। ধারাবাহিকের নাম ‘অষ্টমী’ (Ashtami)। সোশ্যাল মিডিয়ায় শিঞ্জিনী পোস্ট করেছিলেন, ‘আসছি নতুন রূপে নতুন ভাবে জি বাংলার পর্দায় আসছি খুব শিগগিরই’।

আরও পড়ুনঃ ‘বেইমান শিমুল’, দুই নৌকায় পা রাখতেই দর্শকের চক্ষুশূল হয়ে উঠল সে!

সকলেই তাঁর এই নতুন লুকের জন্য অপেক্ষায় রয়েছে। সবাই তাঁকে স্বাগতম জানিয়েছেন, সবাই তাঁকে কংগ্র্যাচুলেশন জানিয়েছেন। উল্লেখ্য, জি বাংলার পর্দায় এসেছে অষ্টমীর প্রোমো। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক, কৌশিক চক্রবর্তী এবং ‘নায়িকা নাম্বার ওয়ান’ খ্যাত অভিনেত্রী ঋতব্রতা দে।

প্রথম প্রোমোতেই সবার মন জিতে নিয়েছে। আর তাই তো নেটনাগরিকরা বলছেন, ‘উফ্, গায়ে কাঁটা দিল লাস্ট সিন্ টায়, এটা দেখতেই হবে। পছন্দের সবাই আছে, সপ্তর্ষি, কৌশীক, রাজশ্রী, ঐশি, প্রিয়াঙ্কা, প্রিয়ম, মনোজ সবাই চেনা পরিচিত প্রিয় মুখ। সাথে আধ্যাত্মিকতার ছোঁয়া।‘

আরও পড়ুনঃ সর্বোচ্চ স্কোর করলেই পাবেন ‘জগদ্ধাত্রী’র দেখা, অঙ্কিতা দিলেন অনুরাগীদের বিশেষ সুখবর!

আর একজন লিখেছেন, ‘আসল গল্পটাতেই থেকো প্লিজ জী কাকু। গল্পের থ্রিলটা বজায় রেখো। সপ্তর্ষির জন্য দেখবো ভেবেছিলাম, এখন প্রোমো দেখে এই মেয়েটাকেও ভালো লাগলো বেশ। আর ভিলেন যিনি হয়েছেন তিনি তো জমিয়ে দেবেন মনে হচ্ছে।’ প্রোমো দেখেই যখন এত প্রশংসা, ধারাবাহিক শুরু হলে কি হবে?

Related Post