মন্দিরের পোষ্যর জন্মদিন পালন! জন্মদিন পালনে ভীষণ খুশি ‘আকিলা’, মুহূর্তে ভাইরাল ভিডিও

পরিবেশ আমাদের পরম বন্ধু। আমাদের চারপাশের পরিবেশকে ভালোবেসে আগলে রাখতে পারলে সেও আমাদের ভালোবাসা ফিরিয়ে দেয়। পরিবেশে আমরা জীব উদ্ভিদ সকলেই কম বেশি ভালোবাসি। কেউ

Desk

temple elephant alila's birthday celebration viral video

পরিবেশ আমাদের পরম বন্ধু। আমাদের চারপাশের পরিবেশকে ভালোবেসে আগলে রাখতে পারলে সেও আমাদের ভালোবাসা ফিরিয়ে দেয়। পরিবেশে আমরা জীব উদ্ভিদ সকলেই কম বেশি ভালোবাসি। কেউ কেউ ভীষণভাবে উদ্ভিদ প্রেমী হয়ে থাকেন তো আবার কেউ জীব প্রেমী হয়ে হয়ে থাকেন। তবে উভয় পক্ষেই পরিবেশেরটা প্রতি ভালোবাসাটা খাঁটি হওয়া চাই। অর্থাৎ মন থেকে। আর সোশ্যাল মিডিয়ায় এমন অনেক পোষ্য প্রেমের বা উদ্ভিদ প্রেমের ভাইরাল ভিডিও (Viral Video) ধরা পরে।

এমন অনেক মানুষ আমাদের আশেপাশে আছেন যারা বাড়িতে পোষ্য রাখতে খুব ভালোবাসেন। আবার অনেকে শুধু পোষ্য রাখেনই না বরং তাদের নিজের পরিবারের একজন বা বাড়ির অংশ মনে করে পালন করেন। তাদের অনেক যত্ন নেন ও প্রিয়জনের মতোই আদর ভালোবাসায় ভরিয়ে রাখেন। পোষ্যরাও তাদের ভালোবাসা বুঝে পরিবারের সদস্য হয়েই থাকে। এমন হাজারো বোবা প্রেমের ভাইরাল ভিডিও (Viral Video) আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত দেখতে পাই। যে ভিডিওগুলির কোনো ভাষার প্রয়োজনও হয়না।

temple elephant birthday celebration viral video

আকিলার জন্মদিন পালন (Akila’s birthday celebration)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক হাতির জন্মদিন পালনের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তামিল নাড়ু রাজ্যের তিরুচিরাপল্লীর আরুলমিগু জাম্বুকেশ্বর মন্দিরের পোষ্য ওই হাতিটি। প্রতি বছর ওই মন্দিরের ভক্তরা মিলে হাতিটির জন্মদিন পালন করে থাকেন। হাতিটি নিজেও বোঝে তার জন্যই আয়োজন হচ্ছে। হাতিটির নাম আকিলা। আকিলা খুব বুদ্ধিমান আর প্রতিক্রিয়াশীলও বটে।

আরও পড়ুনঃ পণের টাকা চাই নাহলে বিয়ে ভেঙে দেব! কনের পাশে বসে বরের দাবির ভিডিও ভাইরাল নেটপাড়ায়

ভিডিওটিতে দেখা যাচ্ছে সকলে আকিলার জন্মদিন উপলক্ষ্যে দিন তাকে একটি বেগুনি শাড়ি পরিয়ে তার গলায় মালা পরিয়ে দিয়েছে। আর তার সামনে অনেক ফল খাবার জন্য দিয়েছে। এবং সকলে আকিলার জন্য জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গানও গাইছেন যাতে আকিলা মাথা নাড়িয়ে তার খুশি সকলকে জানান দিচ্ছে। হাতির সাথে মানুষের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এমন নিদর্শন দেখে মন জুড়িয়ে গেছে সকলের।

× close ad