বিয়ের কয়েক মাস যেতেই মা! ৫জি স্পিডে প্রেগনেন্ট হয়েছেন এই ৫ বলি অভিনেত্রীরা

উনিশ শতকের পরে নারীদের জীবনে কিছুটা বদল এলেও, সব নারীদের জীবনে কিন্তু বদল আসেনি। বর্তমান সময়ে দাঁড়িয়ে কিছু কিছু মেয়েরা এখনও অন্ধকারে বন্দী, মেয়েরা করবে

Saranna

these 5 bollywood actresses geting pregnenet very soon

উনিশ শতকের পরে নারীদের জীবনে কিছুটা বদল এলেও, সব নারীদের জীবনে কিন্তু বদল আসেনি। বর্তমান সময়ে দাঁড়িয়ে কিছু কিছু মেয়েরা এখনও অন্ধকারে বন্দী, মেয়েরা করবে চাকরি, এসব যেন ভাবা অসম্ভব। মেয়ে মানেই বিয়ে করবে, সংসার করবে, ছেলেমেয়ে হবে, বাচ্চা সামলাবে ইত্যাদি ইত্যাদি। সেই সূত্র ধরেই বলিউড (Bollywood) এবং সাউথ ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাও যেন সেই পথে হেঁটেছেন।

যদিও তাঁরা অন্ধকারে বিরাজ করেননি, আলোতেই বিরাজ করছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে, বলি তারকাদের বিয়ের খবর যেমন আসছে, আর সাথে সাথে সেই বিয়ের পরেই আসছে প্রেগনেন্সির খবর। আজ দেখে নেওয়া যাক, সেইসব বলি এবং সাউথ ইন্ডাস্ট্রির তারকাদের কথা, যারা কিনা বিয়ের পরপরই মা হওয়ার খবর দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Nayanthara (@nayantthara)


নয়নতারা (Nayanthara) : দক্ষিণী তারকা দম্পতি অভিনেত্রী নয়নতারা এবং পরিচালক ভিগনেশ শিবান গত ৯ জুন বিয়ে করেছিলেন । বিয়ের চার মাস পেরিয়েছে সবে, তার মধ্যেই সারগোসির মাধ্যমে জন্ম দিয়েছেন যমজ পুত্রসন্তানের। এত তাড়াতাড়ি সন্তানের জন্ম কীভাবে হল? সবাই সেটা ভেবেই অবাক হচ্ছেন।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ????☀️ (@aliaabhatt)


আলিয়া ভাট (Alia Bhatt) : গত ১৪’ই এপ্রিল রণবীর-আলিয়ার বিবাহ বন্ধন সম্পন্ন হয়েছে। কিন্তু বিয়ের তিন মাসের মধ্যেই সুখবর এল সন্তানের জন্ম দিচ্ছেন আলিয়া ভাট। শোনা যাচ্ছে, এই ডিসেম্বরেই রয়েছে ডেলিভারীর ডেট। দর্শকরাও আপ্লুত, এই খবরে।

diya mirza

দিয়া মির্জা (Diya Mirza) : ২০২১-এর ফেব্রুয়ারিতে ব্যবসায়ী বৈভব রেখীকে বিয়ে করেন দিয়া। বিয়ের ঠিক দু মাসেই সন্তানের ঘোষণা করেন। আর জুলাইয়েই তিন মাসের প্রি-ম্যাচিওর সন্তান প্রসব করেন দিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Neha Dhupia (@nehadhupia)


নেহা ধুপিয়া (Neha Dhupia) : নেহা ও অঙ্গদ ২০১৮-র মে মাসে দিল্লির এক গুরুদ্বারে নিজেদের বিয়ে সম্পন্ন করেন। সেই বছরই একটি সন্তানের জন্ম দেন নেহা। এরপর ২০২১ এর অক্টোবরে আরও একটি সন্তানের জন্ম দেন। এত তাড়াতাড়ি দুটো সন্তানের জন্ম, এতেই অবাক হয়েছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)


পূজা ব্যানার্জী (Puja Banerjee) : ২০২০ সালে কোর্ট ম্যারেজ করেন কুণাল ও পূজা। বিয়ের পরেই অক্টোবরে পুত্র সন্তানের জন্ম দেন। ছেলের জন্ম দিয়ে ছেলে কোলে নিয়ে সামাজিক বিয়ে করেছিলেন। টলি বলি উভয় ক্ষেত্রেই কাজ করেছেন এই অভিনেত্রী।

× close ad