বড়পর্দা দিয়ে যাত্রা শুরু করলেও যারা আজ ছোটপর্দার জনপ্রিয় ‘নায়ক’! রইল ৫ অভিনেতার পরিচয়

Bengali Serial Hero : অনেকেই অনেক স্বপ্ন নিয়ে টলি (Tollywood) ইন্ডাস্ট্রিতে আসেন। কিন্তু কারোর স্বপ্ন সফল হয় আবার কারোর হয়না। কেউ আসেন নায়ক বা নায়িকা

Saranna

this 5 bengali serial actor start their journey from cinema

Bengali Serial Hero : অনেকেই অনেক স্বপ্ন নিয়ে টলি (Tollywood) ইন্ডাস্ট্রিতে আসেন। কিন্তু কারোর স্বপ্ন সফল হয় আবার কারোর হয়না। কেউ আসেন নায়ক বা নায়িকা হতে হয়ে যান পার্শ্ব চরিত্র। এমন উদাহরণ কিন্তু খুঁজলে বহু পাওয়া যাবে। তবে আবার অনেকে আছেন, যারা শুরুটা করেছিলেন বড় পর্দা দিয়ে কিন্তু জনপ্রিয় হয়েছেন ছোটো পর্দায়। ইচ্ছা ছিল বড় পর্দার নায়ক হবেন, কিন্তু হয়ে গেলেন ছোটো পর্দার নায়ক (Bengali Serial Hero)। আজ এমনই ৫ অভিনেতার কথা বলব।

 

View this post on Instagram

 

A post shared by Gourab Chatterjee (@baruog)

গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) : টলি ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেতা। রক্তে রয়েছে অভিনয়। তিনি হলেন উত্তম কুমারের নাতি। ২০০৬ সালে ভালোবাসার আরেক নাম সিনেমা দিয়ে মুখ্য চরিত্রে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছেন। এরপর আরও অনেক ছবি করেছেন। বড় পর্দায় সেভাবে জনপ্রিয় না হলেও, তিনি ছোটো পর্দায় বেশ জনপ্রিয়। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ‘দুর্গা’ ধারাবাহিক দিয়ে শুরু করে দেখা গেছে মুখ্য ভূমিকায়। এরপর থেকে একে একে ‘বধূবরণ’, ‘গাঁটছড়া’ সহ অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন।

আরও পড়ুনঃ মহানায়ক উত্তম ছাড়াও মন দিয়েছিলেন আরেকজনকে, প্রেম থেকে বিয়ে নিয়ে অকপট অভিনেত্রী সাবিত্রী!

 

View this post on Instagram

 

A post shared by Somraj (@somraj19)

সোমরাজ মাইতি (Somraj Maity) : বিদেশে ইঞ্জিনিয়ারিং পড়ে সোজা আসেন মডেলিংয়ে। ইচ্ছা ছিল বড়পর্দায় নায়ক হওয়ার। কিন্তু সেই ইচ্ছা আর সফল হয়নি। অনেকগুলো টেলিফিল্ম করলেও বড় পর্দায় সফল হতে পারেননি সেভাবে। তবে ছোটো পর্দায় বেশ সফল হয়েছেন। ‘এই ছেলেটা ভেলভেলেটা’ ধারাবাহিক দিয়ে শুরু হয় জয়যাত্রা। এরপর একে একে ‘টেক্কা রাজা বাদশা’, ‘জিয়ন কাঠি’, ‘কুঞ্জছায়া’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন। বর্তমানে আছেন ‘মন দিতে চাই’ সিরিয়ালে।

 

View this post on Instagram

 

A post shared by Pratik Sen (@pratiksen60)

আরও পড়ুনঃ মোটা বেতনের চাকরি ছেড়ে অভিনয়ে, রইল টলিপাড়ার এমন ৫ তারকা

প্রতীক সেন (Pratik Sen) : ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হলেও শুরুটা হয়েছিল বড়পর্দায় অভিনয়ের মাধ্যমে। ২০০৮ সালে বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে পা রেখেছিলেন ইন্ডাস্ট্রি জগতে। এরপর একে একে ‘আমার বডিগার্ড’, ‘পাসপোর্ট’ সহ অনেক ছবিতে অভিনয় করেন। কিন্তু বড় পর্দায় সেরকম সাফল্য অর্জন করতে পারেননি। আর তখনই আসে ছোটো পর্দায় অভিনয়ের সুযোগ। ২০১৬ সালে ‘খোকাবাবু’ ধারাবাহিক দিয়ে তাঁর ছোটো পর্দায় জয়যাত্রা হয়। এরপর একে একে  ‘মোহর’, ‘এক্কাদোক্কা’ প্রভৃতি ধারাবাহিকে দেখা যায় অভিনেতাকে।

 

View this post on Instagram

 

A post shared by Adrit Roy (@roy_adrit_)

আদৃত রায় (Adrit Roy) : ছোটো পর্দার হার্টথ্রব নায়ক। ‘নুরজাহান’ ছবির মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটেছিল। এরপর ‘প্রেম আমার ২’, ‘পাসওয়ার্ড’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। কিন্তু তাঁকে সাফল্য দিয়েছে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিক। এই ধারাবাহিকে অভিনয় করার পর তাঁকে এক ডাকে সকলেই চেনেন।

জয় কুমার মুখার্জী (Joy Kumar Mukherjee) : ২০০৯ সালে, ‘লক্ষ্যভেদ’ ছবি দিয়ে শুরু হয়েছিল অভিনয় যাত্রা। এরপর একে একে অভিনয় করেন অস্ত্র, টার্গেট ও হ্যাংওভার ছবিতে। কিন্তু তিনি জনপ্রিয়তা পান ছোটো পর্দায়। ‘চোখের তারা তুই’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন।

Related Post