Acne Problem Solution : শীতের পালা শেষ এবার ধীরে ধীরে পড়ছে গরম। আর এই গরমে সকলেরই নাজেহাল অবস্থা। মুখ-হাত-পা ঘেমে নেয়ে একাকার। সবথেকে বেশি সমস্যা হয় মুখের। মুখে ব্রণর দাগ (Acne Spot) দেখা যায়। এতদিন শীতকাল ছিল দেখা যেত না। এখন গরমকাল আর গরমে এলার্জি বা ব্রণ দেখা যায় হামেশাই। এই পরিস্থিতিতে ব্রণর দাগ (Acne Spot Solution) তুলতে কী করবেন? রইল টিপস।
কাদের বেশি ব্রণর সমস্যায় পড়তে হয়?
যাদের ত্বক তৈলাক্ত, তাদের এই সমস্যায় পড়তে হয়। আর তাই সমস্যার সমাধান করতে এই ত্বকের জন্য অতি অবশ্যই দরকার ফেস ওয়াশ এবং টোনার। ফেস ওয়াশ জমে থাকা ব্যাকটেরিয়া, তেল-ময়লা তুলতে সাহায্য করে। আর টোনার ওপেন পোরসের সমস্যা দূর করে, ত্বককে হাইড্রেট রাখে।
অনেক সময় এই দুটো জিনিসেও কাজ হয়না, সেক্ষেত্রে আপনাদের হাতের কাছে রাখুন দুটো জিনিস বেসন আর হলুদ। এই দুই জিনিস ত্বকের উপর দারুণ এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। ত্বকের তেলকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও হলুদের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা ত্বককে ব্রণ এবং ফুসকুড়ির হাত থেকে রক্ষা করে।
কীভাবে ব্যবহার করবেন?
প্রথমে ক্লিনজিং করে নিন। তারপর একটা প্যাক তৈরি করুন। ১ চামচ বেসন নিন, তারপর এক চিমটা হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এরপরে গোলাপ জল আর টকদই মেশান। ব্যাস তৈরি হয়ে গেল ফেসপ্যাক। এই ফেসপ্যাকটা মুখে মাখুন, রাখুন ১৫-২০ মিনিট। এরপরে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটা যদি সপ্তাহে দু-তিনবার করেন তাহলে আপনি উপকার পাবেন।
এই ফেসপ্যাক কী কী কাজে আসবে?
- বেসন এবং হলুদের ফেসপ্যাকে যদি একটু মধু মিশিয়ে দেন তাহলে ত্বক ময়শ্চরাইজ হবে এবং ব্রণর সমস্যা দূর হবে।
- বেসন এবং হলুদের সঙ্গে যদি সামান্য লেবুর রস মেশানো হয় তাহলে ত্বকের জেল্লা ফিরবে।
- বেসনের সঙ্গে টকদই মেশালে ট্যান দূর হবে।
- বেসন ও হলুদের সঙ্গে টমেটো মেশালে ত্বকের সমস্যা দূর হবে।