ভুলে যান দিঘা-পুরী! ছুটিতে মাত্র ১০০০ টাকায় থাকা-খাওয়া সহ ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গায়

Travel Destination : ব্যস্ত জীবন থেকে অবসর পেলেই বাঙালির গন্তব্য দিঘার সমুদ্রের পাড় কিংবা দার্জিলিংয়ের পাহাড়। তবে দুই জায়গাতেই যতদিন যাচ্ছে ততই ভিড় বাড়ছে। সেই

Nandini

travel destination in purulia ayodhya hill and surrundings

Travel Destination : ব্যস্ত জীবন থেকে অবসর পেলেই বাঙালির গন্তব্য দিঘার সমুদ্রের পাড় কিংবা দার্জিলিংয়ের পাহাড়। তবে দুই জায়গাতেই যতদিন যাচ্ছে ততই ভিড় বাড়ছে। সেই কারণে অনেকেই আজকাল একটু অফবিট জায়গার (Offbeat Travel Destination) খোঁজ করেন। যেখানে প্রচন্ড ভিড় নেই, বদলে প্রকৃতি ও পরিবেশ সুন্দর করে উপভোগ করা যায়। আজ এমনই একটি জায়গার খোঁজ নিয়ে হাজির আমরা, তাও একেবারে অল্প বাজেটেই থাকা খাওয়াও কমপ্লিট হয়ে যাবে।

আজকে যে জায়গার কথা বলবো সেটা হল পুরুলিয়ার অযোধ্যা পাহাড় (Ayodhya Hills, Purulia)। সত্যিই আশ্চর্যরকম সুন্দর এই জায়গা। যেখানে মার্বেল লেক নীল জলরাশি সত্যিই দেখার মত। একবার যদি অযোধ্যা পাহাড় যান তাহলে এখানে গিয়েই চোখ জুড়িয়ে যাবে। কলকাতার কাছেই যে এত সুন্দর একটা জায়গা আছে অনেকে বিশ্বাসই করতে পারেন না। তাছাড়া আরও একাধিক দর্শনীয় স্থান রয়েছে পুরুলিয়াতে।

ayodhya hills travel destination

কিভাবে অযোধ্যা যাবেন?

আপনি যদি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যেতে চান তাহলে ট্রেন পথে বা গাড়ি পথ দুভাবেই আসতে পারেন। যদি ট্রেনে আসতে চান সেক্ষেত্রে হাওড়া থেকে পুরুলিয়াগামী যেকোনো এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে ফেলুন। তারপর আপনাকে নামতে হবে পুরুলিয়া স্টেশনে। স্টেশনের বাইরে থেকেই অযোধ্যা পাহাড় পর্যন্ত যাওয়ার প্রাইভেট বা শেয়ার গাড়ি পাওয়া যাবে।

আরও পড়ুনঃ গরমে পাহাড় ঘুরতে চান? রইল প্রকৃতির মাঝে অনন্য সুন্দর এক পাহাড়ি রিসোর্টের হদিশ

ayodhya hills marbel lake

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে কোথায় থাকবেন?

অযোধ্যা পাহাড়ে পৌঁছানোর পর সবার আগে যেটা প্রয়োজন সেটা হল একটা বাসস্থান বা হোটেল খুঁজে ফেলা। একাহিক হোটেল থেকে হোম স্টে বা রিসোর্ট রয়েছে যেগুলো আপনি বুক করতে পারেন। এর মধ্যে জনপ্রিয় কয়েকটি হল আকাশ হিলটপ রিসোর্ট, অযোধ্যা হিল টপ টুরিস্ট লজ, হিল কুইন হোটেল, অযোধ্যা পাহাড় যুব অবস্, অযোধ্যা গেস্ট হাউস ইত্যাদি। ঘরভাড়া নূন্যতম ৭০০ টাকা থেকে শুরু তবে রিসোর্টের ক্ষেত্রে ২০০০-২৫০০ টাকা পর্যন্ত খরচ পড়তে পারে।

আরও পড়ুনঃ শহরের কোলাহল থেকে দূরে স্বল্প সময়েই ঘুরে আসতে পারেন! রইল বাঁকুড়ার এই ৫ গোপন জায়গার হদিশ

ayodhya hill purulia tourist destinations

অযোধ্যা পাহাড়ে ঘুরতে গিয়ে কি কি দেখবেন?

অযোধ্যা পাহাড়ের কাছাকাছির মধ্যেই একাধিক ঘোরার জায়গা রয়েছে এর জন্য আপনি একটা অটো বা টোটো বুক করে নিতে পরনে। তবে যেগুলো না দেখলে নয় সেগুলো হল মার্বেল লেক, স্থানীয়রা এটিকে পাতাল ড্যাম বলে থাকেন। আবার অনেকেই বাংলার ‘গ্রান্ড ক্যানিয়ন’ বলেন। এছাড়াও পাহাড়কে ঘিরে রয়েছে জঙ্গল, যেটা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুন পছন্দের। তাছাড়া পুরুলিয়ার জেলাশাসক জানিয়েছেন, অযোধ্যা পাহাড়ের পার্শ্ববর্তী এলাকা আরও সুন্দর করে সাজিয়ে তোলা হবে।

× close ad