বাংলা সিনেমা জগতে এমন কিছু সিনেমা আছে যা মানুষ আজও মনে রেখেছেন। সেই সব সিনেমা চাইলেও ভোলা যাবে না। যেমন ‘ছোটো বউ’ (Chhoto Bou) সিনেমাটি? মনে থাকবে নাই বা কেন। সিনেমার সুন্দর অভিনয়, শাশুড়ির বিরুদ্ধে প্রতিবাদী বৌ, সৎ ছেলের বৌকে দিয়ে কাজ করানো দজ্জাল শাশুড়ি, রয়েছে প্রেম, রয়েছে সমাজ বাস্তবতা সব নিয়েই তো তৈরি হয়েছিল ১৯৮৮ সালে অঞ্জন চৌধুরীর পরিচালনায় ‘ছোট বউ’। এখনও মানুষ এই ছবি দেখে চোখের জল ফেলে। এখনও এত বছর পরেও এই ছবি দর্শকরা ফিল করতে পারেন।
তবে এই ছবির মাধ্যমেই সকলের কাছে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী দেবীকা মুখার্জী (Debika Mukherjee) যিনি সিনেমায় ছোটো বউ এর চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবি তাঁকে জনপ্রিয়তার শীর্ষে এনে দিয়েছিল। তাঁর বিপরীতে ছিলেন জনপ্রিয় টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেবীকা আর প্রসেনজিতের রোমান্স সে সময় দর্শকদের খুব পছন্দ হয়েছিল।
কিন্তু এরপরে তো তাঁকে আর কোনও সিনেমাতে দেখা গেল না। কেন দেখা গেল না? এত জনপ্রিয় একজন অভিনেত্রীর তো আরও সিনেমা করার কথা ছিল। হঠাৎ করে তিনি কোথায় হারিয়ে গেলেন? বর্তমানে তিনি কী করছেন? অভিনয় জীবনে একটা ছবি করেই কী তিনি ক্লান্ত? অনুরাগীদের মনে এইসব প্রশ্ন ভিড় করে আসে। আসুন জেনে নেওয়া যাক তার সেই রহস্য ।
এই সিনেমার পর তিনি ব্যস্ত ছিলেন সংসার জীবনে। এছাড়াও তিনি যাত্রা করেছিলেন। যাত্রা নিয়ে ব্যস্ত ছিলেন। সেই যাত্রা গুলোও সুপার ডুপার হিট হয়েছিল। তাঁর এক একটি যাত্রা ৮৪ -১০০ টা করে শো হয়েছে। তাই আর সেভাবে তিনি সিনেমা করেননি। ইদানীং মেগা সিরিয়ালে অভিনয়ের সুযোগ আসছে। সেগুলো তে তিনি কাজ করেছেন। তবে তাঁর আক্ষেপ রয়েছে তিনি আরও অনেক সিনেমা করতে পারতেন।
পাশাপাশি তিনি এটাও জানান, অন্য আরও অনেক ছবি করলে সেইসব চরিত্রের সাথে ছোটো বউ চরিত্রের তুলনা হত। ফলে এই যে এত জনপ্রিয়তা, সবাই এখনও তাঁকে দেবীকা মুখার্জী নয় ছোটো বউ বলে চেনে, সেই চেনাটা হারিয়ে যেত। এখন যখন সোশ্যাল মিডিয়ায় দেখেন দর্শকরা চাইছে তাঁকে। দর্শকরা জানতে চাইছেন দেবীকা মুখার্জী কোথায়? তখন বেশ আপ্লুত হন।
পাশাপাশি যখন দেখেন তাঁর ছবির ডায়ালগ নিয়ে মিম হচ্ছে, তখন তিনি খুব কষ্ট পান। তিনি বলেন, যে সিনেমা দেখে দর্শকরা হাততালি দিয়েছিল, প্রশংসা পেয়েছিল, সেই সিনেমার রোস্ট দেখে কষ্ট হয়। হতাশ হন। তিনি একজন সক্রিয় রাজনীতিবিদ।