বহুদিন ছোটপর্দায় দেখা মেলেনা চোখের বালির বিনোদিনীর! কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী

সাহিত্য হল সমাজের দর্পণ। আর সেই সাহিত্য থেকেই তৈরী হয় নানান সিনেমা, ধারাবাহিক। এই ধারা চিরাচরিত ধারা। বহুকাল ধরে চলে আসছে। এই ধারার একটি উদাহরণ

Saranna

where is chokher bali actress binodini nowdays

সাহিত্য হল সমাজের দর্পণ। আর সেই সাহিত্য থেকেই তৈরী হয় নানান সিনেমা, ধারাবাহিক। এই ধারা চিরাচরিত ধারা। বহুকাল ধরে চলে আসছে। এই ধারার একটি উদাহরণ লক্ষ্য করলে দেখা যাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ধারাবাহিক, সিনেমা। শুধু চোখের বালি নয়, আরও অনেক সাহিত্য দিয়েই তৈরি হয়েছে ধারাবাহিক সিনেমা।

জি বাংলায় এই ‘চোখের বালি’ ধারাবাহিক দেখানো হত। এই ধারাবাহিকে আশালতার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী সুদীপ্তা রায়। আর বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছিলেন, তানিয়া গাঙ্গুলী (Tania Ganguly)। সুদীপ্তাকে মানুষ দেখতে পেয়েছেন শেষবার ‘ক্ষীরের পুতুল’ ধারাবাহিকে। কিন্তু তানিয়া? সে কোথায়। এত সুন্দরী একজন অভিনেত্রী, রয়েছে যথেষ্ট অভিনয় দক্ষতা। এরপরেও কেন দেখা মিলছে না তাঁর?

tania ganguly

কালার্স বাংলার ‘মা দুর্গা’ ধারাবাহিকের হাত ধরে ইন্ডাস্ট্রিতে প্রবেশ। এরপরে জি বাংলার ‘চোখের বালি’ ধারাবাহিকে দেখা মিলেছে। এরপর একে একে ‘দুগ্গা দুগ্গা’, ‘জীবন জ্যোতি’, ‘সাত ভাই চম্পা’, ‘ভগবান শ্রীকৃষ্ণ’ প্রভৃতি ধারাবাহিকে কাজ করতে দেখা গেছে। ‘কে আপন কে পর’ ধারাবাহিকে খলনায়িকার ভূমিকায় দেখা মিলেছে। শুধু ছোটো পর্দা নয়, বড় পর্দাতেও কাজ করেছেন। ‘রাজকাহিনি’, ‘অতিথি’ সিনেমায় অভিনয় করেছেন।

chokher bali actress binodini

আরামবাগের SDPO অভিষেক মণ্ডলের সাথে ২০১৯ সালের ১ ডিসেম্বর সাত পাঁকে বাঁধা পড়েন। এখন চুটিয়ে সংসার করছেন। মনোযোগ দিয়েছেন পড়াশোনায়। অভিনয়ের জগৎ থেকে সাময়িক বিরতি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্ক নিয়ে মাস্টার্স করছেন। ভালো চরিত্রের অপেক্ষায় রয়েছেন, ভালো চরিত্র, ভালো চিত্রনাট্য এলে নিশ্চয়ই ফিরবেন।

 

View this post on Instagram

 

A post shared by Tania Ganguly (@gangulytan)


তবে পর্দায় দেখা মেলেনি তো কি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবে সক্রিয়। ইনস্টাগ্রাম, ফেসবুকে তিনি প্রায়সই নিজের ফটো আপলোড করেন। আর তা দেখে বেশ খুশিই হয়, অনুরাগীরা। এখন এই সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই কত কাছে এসে গেছে, আগে সেলিব্রেটিদের সাথে কথা বলার বা তাঁরা কি করছেন সবটাই দেখতে পাওয়া বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মত ছিল, কিন্তু এখন সবটাই সহজ।

Related Post