‘কি করে বলব তোমায়’ এর পর আবার একবার জী বাংলায় আসছেন রাহুল দেব বসু! নিজেই জানালেন ভক্তদের

পছন্দের ধারাবাহিক শেষ হয়ে যায়, তবে ধারাবাহিকের নায়ক নায়িকা আমাদের মনে রয়ে যায় চিরকাল। তাই তো নতুন কোনো ধারাবাহিক এলে খুঁজতে থাকি, পছন্দের অভিনেতাদের। আর

Saranna

actor rahul deb basu coming on zee bangla once again

পছন্দের ধারাবাহিক শেষ হয়ে যায়, তবে ধারাবাহিকের নায়ক নায়িকা আমাদের মনে রয়ে যায় চিরকাল। তাই তো নতুন কোনো ধারাবাহিক এলে খুঁজতে থাকি, পছন্দের অভিনেতাদের। আর যখন না পায়, তখন মনটা বিষণ্ণ হয়ে যায়। তখন খুঁজতে থাকি, কোথায় গেল পছন্দের অভিনেতারা। আজ তেমনই এক পছন্দের অভিনেতার কথা বলব, যাকে তাঁর অনুরাগীরা বহুকাল ধরে খুঁজছেন।

মনে পড়ে ‘বাজল তোমার আলোর বেণু’ ধারাবাহিকের কথা। যে ধারাবাহিকে দেখা গিয়েছিল, মহিলা শিল্পীর জীবন কাহিনী। আমরা সাধারণত দেখি ঠাকুর গড়েন পুরুষ, কিন্তু এই ধারাবাহিকে দেখানো হয়েছিল মহিলাকে। এই মহিলা অর্থাৎ মিনুর চরিত্রে অভিনয় করেছেন শ্যামৌপ্তি মৌলি। যিনি এখন গুড্ডিতে অভিনয় করছেন। আর শ্যামৌপ্তির বিপরীতে দেখা গিয়েছিল রাহুল দেব বসুকে (Rahul Dev Bose)। এই ধারাবাহিক করে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন।

rahul deb basu

এছাড়াও তিনি কাজ করেছেন ‘প্রথমা কাদম্বিনী’, ‘ভজ গোবিন্দ’, ‘সাগর জ্যোতি’, ‘স্ত্রী’ সহ বিভিন্ন ধারাবাহিকে। শুধু ছোটপর্দায় নয়, বড় পর্দাতেও অভিনয় করেছেন, ‘উমা’, ‘অভিযান’, ‘তরুলতার ভূত’ ইত্যাদি ছবিতে। অভিনয় জীবনে বেশ সাফল্যমণ্ডিত কেরিয়ার। তবে বর্তমানে অভিনেতা এখন কী করছেন? তা নিয়ে বেশ উদগ্রীব। শেষবার তাঁকে ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল।

এরপর আবারও তাঁকে দেখা গেল জি বাংলার পর্দায়। না না কোনো ধারাবাহিকে নয়, বরং দেখা মিলল জি বাংলার রান্নাঘরে। তিনি শুধু একা নন, সঙ্গে রয়েছেন খেয়ালী দস্তিদার। এই ছবি দেখে সকলেই মুগ্ধ। অনেকদিন পর অভিনেতার দেখা মিলল। অনেকেরই ভালো লেগেছে, সেটা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন।


উল্লেখ্য, ৩০ শে অক্টোবর দর্শকরা আবারও রাহুল দেব বসুকে দেখতে পাবেন জি বাংলার পর্দায়। জি বাংলা অরিজিনালস এর নতুন ছবি ‘মিশন দুগ্গা দুগ্গা’ তে মুখ্য ভূমিকায় দেখা যাবে। আর তাঁর বিপরীতে দেখা মিলবে, অনুষা বিশ্বনাথনকে। এছাড়াও থাকছেন আরও অনেক দক্ষ অভিনেতারা। ছবির গানও বেশ জনপ্রিয় হয়েছে।