Tan Removal Pack at Home : গরমের দিনে বাইরে বেরোনোর সময় সূর্যের তাপে হাত কালো হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। আমরা সাধারণত মুখের যত্ন নিয়ে থাকি, কিন্তু হাতের ত্বকও সূর্যের ক্ষতিকর রশ্মির সংস্পর্শে আসে। ফলে হাতে ট্যান পড়ে যায়। তবে ঘাবরাবেন না, এই সমস্যার সমাধান ঘরেই রয়েছে। কিছু প্রাকৃতিক উপায়ে হাতের ট্যান দূর করে (Tan Removal in home) ত্বককে মসৃণ করা সম্ভব।
১) হলুদ ও দুধের পেস্ট:
- হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের জন্য খুবই উপকারী।
- উপকরণ: ২ চামচ দুধ, ২ চামচ হলুদ গুঁড়ো
- প্রণালী: হলুদ গুঁড়ো ও দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
- ব্যবহার: পেস্টটি হাতে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর হালকা স্ক্রাব করে হাত ধুয়ে ফেলুন।
২) লেবুর রস ও চিনির স্ক্রাব:
- লেবুর রসে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা ত্বককে উজ্জ্বল করে।
- উপকরণ: ১ চামচ লেবুর রস, ১ চামচ চিনি
- প্রণালী: লেবুর রস ও চিনি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
- ব্যবহার: পেস্টটি হাতে লাগিয়ে ৫-১০ মিনিট হালকা করে স্ক্রাব করুন। এরপর ধুয়ে ফেলুন।
৩) শসা ও টক দইয়ের মাস্ক:
- শসা ত্বককে শীতল করে এবং ট্যান দূর করতে সাহায্য করে।
- উপকরণ: অর্ধেক শসা, ১ চামচ টক দই
- প্রণালী: শসা কুঁড়িয়ে টক দইয়ের সাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
- ব্যবহার: পেস্টটি হাতে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন।
৪) চন্দন গুঁড়ো ও গোলাপ জল:
- চন্দন গুঁড়ো ত্বকের দাগছোপ দূর করতে সাহায্য করে।
- উপকরণ: ২ চামচ চন্দন গুঁড়ো, ১ চামচ গোলাপ জল
- প্রণালী: চন্দন গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
- ব্যবহার: পেস্টটি হাতে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন।
আরও পড়ুনঃ অল্প বয়সে চুল পাকার সমস্যা থেকে মুক্তি চান? রইল ঘরোয়া এই ৫ উপায়, যা ম্যাজিকের মত কাজ করবে
৫) ওটমিল, মধু ও দইয়ের মাস্ক:
- ওটমিল ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বককে মসৃণ করে তোলে।
- উপকরণ: ২ চামচ ওটমিল, ১ চামচ টক দই, ১ চামচ মধু
- প্রণালী: ওটমিল, দই ও মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
- ব্যবহার: পেস্টটি হাতে লাগিয়ে ৫-১০ মিনিট রাখুন। হালকা করে স্ক্রাব করে