টিআরপি’র কাছে পরাস্ত, গল্প অসমাপ্ত রেখেই শেষ ‘মিলি’! রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

Mili Serial : নতুন ধারাবাহিক এলে পুরানো ধারাবাহিকের অবসান ঘটবে, এটা জানা কথা। না হলে তো নতুনকে জায়গা দেওয়া যাবেনা, এই কথা যেমন অক্ষরে অক্ষরে

Saranna

zee bangla serial mili going to end soon

Mili Serial : নতুন ধারাবাহিক এলে পুরানো ধারাবাহিকের অবসান ঘটবে, এটা জানা কথা। না হলে তো নতুনকে জায়গা দেওয়া যাবেনা, এই কথা যেমন অক্ষরে অক্ষরে সঠিক, তেমনই রয়েছে ভুল। টিআরপির এভাবে মাত্র কয়েক মাসেই বন্ধ হচ্ছে একটার পর একটা নতুন বাংলা সিরিয়াল (Bengali Serial)। ধারাবাহিকের কাহিনী ভালো হলেও, ধারাবাহিককে বেশিদিন টেকানো মুশকিল হয়ে পড়ছে। এবার কোপ পড়ল ‘মিলি'(Mili)র উপর। 

কারণ একটা ধারাবাহিক নির্ভর করে শুধুমাত্র টিআরপির উপর। টিআরপি কম মানেই ধারাবাহিক শেষ। আর এই ঘটনা ঘটছে জি বাংলার (Zee Bangla) একটি ধারাবাহিক ‘মিলি’র সঙ্গে। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর টিভির পর্দায় শুরু হয়েছে মিলি ধারাবাহিক। এখনো আট মাসও হয়নি। আর এরই মধ্যে জানা যাচ্ছে যে, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এই মিলি ধারাবাহিক।

mili serial a important person leave serial

 

এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আলতা ফড়িং খ্যাত খেয়ালী মন্ডল এবং অনুভব কাঞ্জিলাল। দুজনের কেমিস্ট্রি সকলের মন জয় করে নিয়েছে। জুটি জনপ্রিয় হলেও, টিআরপি তালিকায় তেমন ভাবে জায়গা করে নিতে পারেনি। চ্যানেল ও প্রযোজনা সংস্থা মিলি-র  সমস্ত কলাকুশলীদের জানিয়ে দিয়েছে। এ সপ্তাহে  অর্থাৎ আগামী ৩১ শে মার্চ হবে শেষ শ্যুটিং। আর শেষ সম্প্রচার হবে ৫ই এপ্রিল। 

আরও পড়ুনঃ অডিশনের আগেই বাদ! অভিনেত্রী হয়ে ওঠার পথটা কেমন ছিল আরাত্রিকার? জানালেন নিজেই

মিলি ধারাবাহিকের জায়গায় কোন ধারাবাহিকের দেখা মিলবে? মিলি সম্প্রচার হত রাত ১০ টায়। এই স্লটে দেখা যাবে জি বাংলার আর এক জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। এই ধারাবাহিক বর্তমানে ৬:৩০ এ সম্প্রচার হচ্ছে, এবার এই জায়গায় দেখা যাবে জি বাংলার নতুন ধারাবাহিক ‘অষ্টমী’(Ashtami)। 

zee bangla upcoming serial ashtami promo come out

মিলি শেষ হওয়ার খবরে অনেকেই ক্ষুব্ধ, তারা বলছেন, ‘জি বাংলার উচিত মন দিতে চাই কে শেষ করে সেই স্লটে মিলিকে দেওয়া কারণ মন দিতে চাই এ দেখানোর মতো আর কিছুই নেই। শুধু খারাপ খারাপ ট্র্যাক আনছে এসব ভালো লাগে না। এবং মিলিতে অনেক কিছু দেখানোর ও আছে এখনো ভালো করে ২০০ এপিসোড ও হয়নি’।

Related Post