জী বাংলার আগত ধারাবাহিক ‘রাঙা বউ’কে জায়গা করে দিতে শেষ হতে চলেছে এই ধারাবাহিক!

পুরাতন গেলেই তবে আসে নতুন। এই চিরন্তন সত্যটা আজীবন চলে আসে। আমাদের বাংলার ধারাবাহিক (Bengali Serial) চ্যানেল গুলোতে দেখা যায় একের পর একটা নতুন ধারাবাহিক

Saranna

zee bangla upcoming serial ranga bou can replace uron tubri

পুরাতন গেলেই তবে আসে নতুন। এই চিরন্তন সত্যটা আজীবন চলে আসে। আমাদের বাংলার ধারাবাহিক (Bengali Serial) চ্যানেল গুলোতে দেখা যায় একের পর একটা নতুন ধারাবাহিক আসে। প্রথমে স্টার জলসায় দেখা গিয়েছিল নতুন নতুন ধারাবাহিকের রমরমা। আর সেই সূত্রেই পুরানো ধারাবাহিকের অবসান ঘটে। সম্প্রতি সেরকমই দেখা গেছে জি বাংলায় (Zee Bangla), একের পর এক নিত্যনতুন ধারাবাহিক আসছে।

নতুন ধারাবাহিকের আগমন মানেই পুরানোর অবসান।সম্প্রতি, রাত ৯ তার স্লটে ‘লালকুঠি’ ধারাবাহিক হত, সেটি শেষ করে দেওয়া হয়েছে। এবার আরও দুটি নতুন ধারাবাহিক আসছে, ‘তোমার খোলা হাওয়া’ আর ‘রাঙা বউ’। এই দুই ধারাবাহিক কোন স্লটে দেখা মিলবে? যতদূর সম্ভব জানা গেছে ‘তোমার খোলা হাওয়া’-র দেখা মিলবে রাত ৯:৩০ এর স্লটে।

lalkuthi

আর শীঘ্রই শেষ হয়ে যাবে ‘এই পথ যদি না শেষ হয়’। এই পথ এর জায়গা নিতে চলেছে ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকটি। এবার তাহলে ‘রাঙা বউ’ কবে দেখা যাবে? কোন স্লটে? মনে করা হচ্ছে, এই ধারাবাহিক দেখা যাবে রাত ১০:৩০ এর স্লটে।ইতিমধ্যেই নতুন ধারাবাহিক শুরু হয়েছে ‘নিম ফুলের মধু’, রাত আটটার স্লটে।

ei poth jodi na sesh hoy

এতদিন এই স্লটে দেখা যেত মিঠাইকে, মিঠাই এখন চলে গেছে সন্ধ্যা ৬ টার স্লটে, ৬ টার এই স্লটে আগে হত, পিলু ধারাবাহিক যা শেষ করে দিয়ে মিঠাইকে আনা হয়েছে। অন্যদিকে আরও একটি ধারাবাহিক শুরু হয়েছে ‘সোহাগ জল’ এটি দেখা যাচ্ছে রাত ৯ টার স্লটে। আগে এই স্লটে দেখা যেত ‘এই পথ যদি না শেষ হয়’।

zee bangla serial uron tubri upcoming new twist promo viral

সোহাগ জল ধারাবাহিককে জায়গা করে দিতে এই পথকে সরানো হয়েছিল নতুন জায়গায়। কিন্তু এবার সত্যিই শেষ করে দেওয়া হবে এই পথ সিরিয়ালটি। অন্যদিকে রাঙা বউ এর সময় এখনও জানা যায়নি। তবে যতটা জানা যাচ্ছে হয়ত রাঙা বউ ধারাবাহিকটি ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালটিকে সরিয়ে সেই জায়গায় আসতে চলেছে। অর্থাৎ ‘রাঙা বউ’ রাত ১০.৩০ এ আসতে পারে।

Related Post