Covid-19 : আবারও বাড়ছে করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা

আবারও বাড়ছে করোনা সংক্রমণ (Covid-19 Infection)। প্রায় দু বছরেও বেশি ঘরবন্দি থাকতে হয়েছিল এই করোনা ভাইরাসের জেরে। তবে ধীরে ধীরে ২০২২ এর শুরু থেকেই সেই

Desk

covid 19 cases rising again in west bengal

আবারও বাড়ছে করোনা সংক্রমণ (Covid-19 Infection)। প্রায় দু বছরেও বেশি ঘরবন্দি থাকতে হয়েছিল এই করোনা ভাইরাসের জেরে। তবে ধীরে ধীরে ২০২২ এর শুরু থেকেই সেই সংক্রমণ ধীরে ধীরে কমতে থাকে। আবারও স্বাভাবিক হয় জনজীবন। কিন্তু যেখানে সকলে ভাবছিল হয়তো আর ভয়ের কারণ নেই সেখানে রাজ্যের বাড়তে থাকা করোনা সংক্রমণ চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে।

বিগত কয়েকমাসে যেখানে সামান্য সংখ্যক করোনা সংক্রমণের খবর মিলছিল। সেখানে আবারো বাড়তে শুরু করেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েক দিনের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ৩৬২ জন করোনা আক্রান্ত (Covid Positive) হয়েছেন। আর গোটা দেশে সংখ্যাটা ছাড়িয়েছে ১৩০০০। সুতরাং করোনা মহামারী যে শেষ হয়নি সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে।

Covid-19 Infection increaseing in West Bengal

কিন্তু প্রশ্ন হল কেন আবারও ফিরছে করোনা? তবে কি আবারও নতুন রূপে আরও শক্তিশালী হয়ে ফিরেছে করোনা ভাইরাস? নাকি সাধারণ মানুষের অবহেলায় আবারও ফিরছে মহামারী? বিশেষজ্ঞদের মতে এই সমস্ত কারণেই আবারও বাড়ছে করোনা।

১. মাস্ক ব্যবহার না করা : করোনা শেষ হয়ে গিয়েছে এটাই ধরে নিয়েছেন সাধারণ মানুষ। তাই বেশিরভাগের মুখ থেকেই উধাও হয়ে গিয়েছে মাস্ক। রাস্তায় রেস্তোরায় সর্বত্রই মাস্কহীন ঘুরে বেড়াচ্ছে সকলে।

২. সামাজিক দূরত্ববিধি না মণ : করোনাকালে মাস্ক পড়ার পাশাপাশি দূরত্ববিধি বজায় রাখা নিয়ে সচেতন করা হয়েছিল সকলকেই। এতে ভাইরাসের ছড়িয়ে পড়া অনেকটাই রোধ করা সম্ভব হয়েছিল। তবে এখন সামাজিক দূরত্ববিধি লাটে উঠেছে। বাইরে বেরোলেই ভিড় জায়গায় দূরত্বের নামগন্ধ নেই।

৩. করোনা ভ্যাকসিন না নেওয়া : করোনা থেকে বাঁচার জন্য যে ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে তা দেশের সিংহভাগ মানুষ নিয়েছে ঠিকই। তবে এখনও বেশ কিছু এমন মানুষ রয়েছেন যারা টিকা নেননি। বা হয়তো প্রথম ডোজ নিলেও তারপরের গুলো আর নেননি। সেক্ষেত্রে করোনা হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

৪. ভাইরাল ফিভার ভেবে করোনা উপসর্গকে অবহেলা করা : করোনা এর প্রাথমিক লক্ষণ ও ভাইরাল ফিভারের প্রাথমিক লক্ষণ অনেকাংশেই সমান। তাই হালকে সর্দি কাশি হলে সেটাকে ভাইরাল ফিভার ভেবেই চালিয়ে দিচ্ছেন অনেকে। এরফলে অজান্তেই করোনা ছড়িয়ে পড়ছে আরও বেশি করে।

৫. স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই : করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করলেও স্যানিটাইজার বা সাবান ব্যবহার করা, পরিষ্কার পরিছন্ন থাকার জন্য সচেতন করা হয়েছিল সকলকে। কিন্তু সেসব অনেকেই করছেন না। যার ফলে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।

সুতরাং করোনা সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই সতর্ক থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্যানিটাইজার সাবান ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন।

× close ad