বলিউডের কিং শাহরুখ খানের ঠিকানা যে ‘মন্নত’, সেটা সকলেরই জানা। তবে বর্তমানে নিজের ২০০ কোটির বাংলো বাড়ি ছেড়ে অনত্র ভাড়া থাকছেন তিনি। কারণ মন্নতে এখন সংস্কারের কাজ চলছে। সম্প্রতি সেই মন্নত থেকেই ভাইরাল হল ভিডিও। যেখানে নিশ্চিন্তি আশ্রয় নিতে দেখা গেল এক পথকুকুরকে।
হ্যাঁ ঠিকই দেখছেন, শাহরুখ খানের বাড়ি যেখানে একবার যাওয়ার ইচ্ছে অনেকেরই থাকে সেখানেই দিব্যি আশ্রয় নিয়েছে এক পথকুকুর। আসলে মুম্বাইতে বেশ কিছুদিন ধরেই বৃষ্টির মরশুম চলছে। এমতাবস্থায় আমরা মানুষের দিব্যি না ভিজে আশ্রয় নিলেও পথের কুকুরের পড়েছে মুশকিলে। বিশেষ করে কিছুদিন আগে সুপ্রিম কোর্টের দেওয়া কুকুরদের জন্য রায় যেন তোলপাড় করেছে নেটপাড়া।
View this post on Instagram
সাগর ঠাকুর নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী তার প্রোফাইলে ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে মন্নতের গেটের কাছেই দিব্যি নিদ্রা দিচ্ছে পথকুকুর। ইতিমধ্যেই ভিডিওটি মনে ধরেছে অনেকেরই। এমনকি কিছু নেটিজেন তাকে বিরক্ত না করে তাড়িয়ে না দেওয়ার জন্য প্রশংসাও করেছেন। এছাড়া শাহরুখের বাড়ির কর্মীরা যে পথ কুকুরদের নিয়মিত খাবার দেন সেটাও জানা গিয়েছে।








