২৪ ঘন্টায় গ্যারেন্টিড গ্যাস সিলিন্ডার ডেলিভারি, নাহলেই… শীঘ্রই চালু নয়া নিয়ম

বর্তমানে প্রায় সমস্ত বাড়িতেই রান্নার জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) ব্যবহার করা হয়। এতে রান্না অনেকটাই সহজে ও জলদি হয়ে যায়। কিন্তু মুশকিল হল,

Nandini

lpg cylinder deivery rule

বর্তমানে প্রায় সমস্ত বাড়িতেই রান্নার জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) ব্যবহার করা হয়। এতে রান্না অনেকটাই সহজে ও জলদি হয়ে যায়। কিন্তু মুশকিল হল, গ্যাস শেষ হলেই বেড়ে যায় ঝামেলা। আগের তুলনায় এখন সিলিন্ডার ডেলিভারি বেশ কিছুটা দ্রুত হলেও কখনো ২ দিনে তো কখনো আবার ৩ দিনে সিলিন্ডার আসে। তবে এবার আর তেমনটা হবে না, ২৪ ঘন্টার মধ্যেই হবে ডেলিভারি, এমনই নিয়ম চালু হতে চলেছে দেশজুড়ে।

২৪ ঘণ্টার ডেলিভারির গ্যারান্টি

রান্নার গ্যাস (LPG Cylinder) বাংলার সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের নতুন নীতিতে এবার এলপিজি সিলিন্ডার বুকিং করলেই মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে গ্যাস, এমনই উদ্যোগ নিয়েছে সরকার। আগে এক কোম্পানির মাধ্যমে বুক করা গ্যাস পৌঁছাতে দেরি হলে, এবার থেকে কাছাকাছি থাকা অন্য যেকোনো সংস্থাও সেই ডেলিভারি সম্পন্ন করবে। ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি না হলে, নির্ধারিত সময়ের পর অন্য কোম্পানির ডিস্ট্রিবিউটর স্বয়ংক্রিয়ভাবে দায়িত্ব নেবে। এই পদ্ধতির ফলে একই ডায়লগে ভারত গ্যাস, ইন্ডেন কিংবা এইচপি গ্যাস, সবগুলো সংস্থা মিলে তৈরি হলো ‘জাতীয় এলপিজি পরিষেবা ব্যবস্থা’।

দ্রুত পরিষেবা, সহজ সমাধান

সরকারের এই নতুন রান্নার গ্যাস সরবরাহ নীতি (cooking gas new delivery rule) শীঘ্রই চালু হতে চলেছে। এখন থেকে আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বা ফোন করে করে গ্যাস ডেলিভারির জন্য চিন্তা করতে হবে না। যদি বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস না পান, তাহলে কাছাকাছি থাকা অন্য কোনও সংস্থা দায়িত্ব নিয়ে গ্যাস পৌঁছে দেবে।

প্রসঙ্গত, প্রতি বছর ১.৭ কোটি রান্নার গ্যাস সংক্রান্ত অভিযোগের প্রায় অর্ধেকই ডেলিভারি দেরি নিয়ে, সেই সমস্যা এবার অনেকটাই মিটবে। দেশের ৩২ কোটিরও বেশি বাড়িতে এই নতুন পরিষেবা দ্রুততা ও স্বচ্ছতায় প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।