এই বছর গরমে মানুষ বড্ড বেশি কষ্ট পেয়েছেন। বৃষ্টির আশায় শত অপেক্ষা করলেও বৃষ্টি যে কবে হবে তা বোঝা যাচ্ছিলোনা। এদিকে অসহ্য গরমে মরার অবস্থা হয়ে দাঁড়িয়েছিল মানুষজনের। ছোট থেকে বড়ো গরমে সকলেই মাত্রাতিরিক্ত কষ্ট ভোগ করছিলেন। তবে আপাতত রাজ্যে বর্ষার প্রবেশ ঘটেছে। আর আবহাওয়া দপ্তরের (Weather Office) খবর অনুযায়ী এবারের ঠিক সময়ের দুদিন আগেই বর্ষার প্রবেশ ঘটেছে।
তবে বঙ্গে বর্ষা প্রবেশ করলেও বর্ষার তীব্রতা এখনও সেভাবে প্রকাশ পায়নি। কিন্তু আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী, এবারে বর্ষা দীর্ঘসময় ধরে স্থায়ী হবে। অতিবৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে আরও যা জানিয়েছে আবহাওয়া অফিস তাতেই ভয় পেয়েছেন মানুষ। আবহাওয়া দপ্তর (Weather Office) জানাচ্ছে, এবারে বর্ষা নভেম্বর মাস অবধি স্থায়ী হতে পারে। জুলাই মাস থেকেই অতিবৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া অফিস। অতিবৃষ্টি নিয়ে তারা বেশ চিন্তাতেও রয়েছেন।
তবে সমস্যা হলো নভেম্বর মাস অবধি বর্ষা যদি দীর্ঘস্থায়ী হয় তবে কি এবারে পুজো জলে ভাসতে চলেছে। বাঙালির বড়ো উৎসব দুর্গাপুজো। আর একটা বছর অনেক আশা নিয়ে মা দুর্গার আগমনের অপেক্ষায় থাকেন সকলে। কিন্তু আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাস এর খবর শুনে সকলের মনে বিষন্নতা। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে এইবছর দুর্গা পুজোতে (Durgapuja 2022) বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুধু দুর্গাপুজোই নয় কালী পুজোতেও বৃষ্টি হতে পারে।
এই বছর বর্ষার বঙ্গে প্রবেশের সময়কালে বঙ্গোপসাগরের উপর জলীয় বাষ্পের পরিমান বেশি থাকবে তাই। বৃষ্টি আরও শক্তিশালী হয়ে উঠবে। অতিবৃষ্টি দেখা দেবে। এবারে উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৩৫-৪০ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে আর দক্ষিণবঙ্গে ৭০ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে। এতো অসহ্য গরমের পর যখন বঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে তখন বর্ষা এতো সহজে বঙ্গ ছেড়ে যাচ্ছেনা।