অপেক্ষা শেষ, বাবা ডাকার অধিকার পেল ‘রুপা’, বাবা-মেয়ের মুহূর্ত দেখে চোখে জল অনুরাগীদের

সম্প্রতি, স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) দর্শক মনে নতুন করে ভালোলাগা তৈরী করেছে। বেশ কয়েক মাস যাবৎ টিআরপি তালিকায় শীর্ষে থাকলেও এই

Nandini

anurager chowa serial rupa get right's to call ৯surja father

সম্প্রতি, স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) দর্শক মনে নতুন করে ভালোলাগা তৈরী করেছে। বেশ কয়েক মাস যাবৎ টিআরপি তালিকায় শীর্ষে থাকলেও এই ধারাবাহিক নিয়ে দর্শকের ছিল একরাশ অভিযোগ। সূর্য আর দীপার মাঝের ভুল বোঝাবুঝি শেষ হচ্ছিল তো না উল্টে বেড়েই যাচ্ছিল তাদের মাঝের দূরত্ব।

আর এতে বারবার আশাহত হয়ে দর্শক ক্ষিপ্ত হচ্ছিলেন ধারাবাহিকের প্রতি। তবে টিআরপিই এখন যেকোনো ধারাবাহিকের শেষ কথা। আর তাই TRP ধরে রাখতে সিরিয়ালে আনা হল সেই বহু প্রতীক্ষিত ট্র্যাক। সূর্য এতদিন পর কোনোরকম ষড়যন্ত্রের শিকার না হয়ে সত্যের মুখোমুখি দাঁড়িয়েছে।

anurager chowa serial rupa get permission to call surja father

মেয়েদের ডিএনএ টেস্ট করাতেই সমস্ত সত্যি সূর্যর সামনে পরিষ্কার হয়ে যায় যে সোনা রুপা তার নিজেরই সন্তান। তাকে দীপা ঠকায়নি। সত্যি সামনে এলেও দীপা তার এতদিনের চরম অপমান ভুলে যায় কিকরে? তাই মেয়েদের মুখ চেয়ে ফিরে এলেও স্বামীকে ক্ষমা করতে পারেনি সে। তবে ধারাবাহিকের গল্পে যে ট্র্যাক এসেছে তাতে দর্শক বেশ খুশি হয়েছেন।

দীপা আর সূর্যকে একসাথে দেখার আশায় অনুরাগীরা বহু প্রতীক্ষায় ছিলেন। তাদের মাঝে নতুন করে সবটা কিকরে শুরু হয় সেটাই এবার দেখার। সত্যি সামনে আসাতে দুই মেয়ে আজ নিজেদের অধিকারে বাবার ভালোবাসা পাবে। সোনা তার মা কে মা বলে ডাকার অধিকার পেলেও রুপা তার বাবাকে বাবা বলে ডাকার অধিকার পায়নি।

আরও পড়ুনঃ ভাষা বদলাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’, নতুন চমকের ঝলক দেখে বেজায় খুশি দর্শকেরা!

anurager chowa serial surja enjoy with his two daughters

সে এতদিন বাবাকে ডাক্তারবাবু বলেই ডেকেছে। সূর্য তাকে বাবা ডাকার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। কিন্তু আজ নিজের মেয়েকে সে ফিরিয়ে দিয়েছে বাবা ডাকার অধিকার। আর বাবাকে ডাকতে পেরে রুপাও আজ ভীষণ আনন্দ পেয়েছে। বাবা-মেয়ের মাঝে এই মিষ্টি মুহূর্তের সাক্ষী গোটা সেনগুপ্ত পরিবার সহ সমস্ত অনুরাগীরা। সূর্য আর রুপার মাঝেই এই দৃশ্য চোখে জল এনে দিল অনুরাগীদের।

 

Related Post