পর্দার রুদ্রর সাথে প্রেমের জেরে ভাঙলো বাস্তব প্রেম! সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিঠাই অভিনেত্রী

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। একসময় ডান্স বাংলা ডান্স এর মঞ্চে যার মিষ্টি সঞ্চালনা মন করেছিল হাজারো দর্শকের। তারপর ধীরে ধীরে সে টেলিভিশনের

Desk

mithai actress oindrila saha openup about her reallife love relation breakup

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। একসময় ডান্স বাংলা ডান্স এর মঞ্চে যার মিষ্টি সঞ্চালনা মন করেছিল হাজারো দর্শকের। তারপর ধীরে ধীরে সে টেলিভিশনের পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের আলাদা জনপ্রিয়তা গড়ে তুলেছেন। সম্প্রতি এই অভিনেত্রীকে জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইতে নিপার চরিত্রে দেখতে পাওয়া যায়। ধারাবাহিকে ঐন্দ্রিলার এই চরিত্রটি বেশ আকর্ষণীয়।

নিপা অর্থাৎ অভিনেত্রী ঐন্দ্রিলা সাহাকে (Oindrila Saha) মিঠাই অনুরাগীরা বেশ পছন্দ করেন। ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীদের থেকে সবচেয়ে ছোট নিপা। ধারাবাহিকের পর্দাতেও তাই। তাই সকলেই নিপাকে বেশ ভালোবাসেন। নিপার অভিনয় ধীরে ধীরে হয়ে উঠেছে অনবদ্য। মিঠাই ধারাবাহিকে বর্তমানে নিপার প্রেম জমে উঠেছে। সে নিজের ভালোবাসা রুদ্রকে অবশেষে বিয়ে করতে পেরেছে। ধারাবাহিকে একের পর এক সদস্যের বিয়ে হয়ে যাচ্ছে দেখে সে রীতিমতো বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিলো। শেষমেষ উপায় না পেয়ে অনশনে বসেছিল এই দাবিতে যে তার বিয়ে দিতেই হবে।

mithai actress oindrila saha openup about her reallife love relation breakup

কিন্তু নিপার মা তো জামাই করবেন বলে পাত্রের যা যা কোয়ালিটি খুঁজছিলেন তার একটাও রুদ্রের সাথে মিলছিলো না। উপরন্তু পুলিশের সাথে তিনি তো কোনো মোটেই মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেননা। এতো কিছুর পর নিপার সাথে রুদ্রের বিয়েটা একটা অসম্ভব মিশন ছিল। তবে মোদক বাড়ির হল্লা পার্টি যেখানে টেনশন নেই সেখানে। তাই শেষমেষ মায়ের চোখে ফাঁকি দিয়ে নিপা রুদ্রর গলায় মালা দিয়েছে।

প্রথমে নিপার মায়ের এই বিয়ে মেনে নিতে অসুবিধা হলেও পরে তিনি মেনে নেন। আর এখন নিপার ধারাবাহিক গত জীবন দিব্যি চলছে। কিন্তু শোনা যাচ্ছে পর্দার নিপার জীবনটা সরল ভাবে চললেও পর্দার এপারে নিপার জীবনে চলছে ঘোর অশান্তি। খবর পাওয়া গেছে পর্দার ভালোবাসা পূর্ণতা পেলেও নীপার অর্থাৎ অভিনেত্রী ঐন্দ্রিলার বাস্তবের ভালোবাসা ছিন্ন হয়েছে।

আরও পড়ুনঃ গায়িকার মুকুটে নতুন পালক! ‘বঙ্গভূষণ’ পাচ্ছেন শ্রেয়া ঘোষাল, দেব, ঋতুপর্ণা সহ এই সেলিব্রিটিরা

অনেকদিন আগে থেকেই প্রায় স্কুল জীবন থেকেই অভিনেত্রী স্নেহাশিষ নামের এক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্কে ছিলেন। তাদের একসাথে অনেক ছবিও সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। ঐন্দ্রিলার নিজস্ব সোশ্যাল মিডিয়া একাউন্ট জুড়ে শুধুই স্নেহাশিষের ছবি। মাঝে মধ্যেই তাদের একসাথে সোশ্যাল মিডিয়ায় দেখা যেত। কিন্তু কি এমন হল যে তারা এই সম্পর্কটা  শেষ করতে বাধ্য হলেন?

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Saha (@oindrilasaha21)

আরও পড়ুনঃ মিঠাই সিরিয়ালের উচ্ছেবাবু নাকি গুড্ডি সিরিয়ালের অনুজ, কে বেশি হ্যান্ডসাম? দ্বন্ধে নেটিজেনরা

অভিনেত্রীর কোথায় তাদের মাঝে বোঝাপড়ার অভাব দেখা দিয়েছিলো। কথার ছন্দ হারিয়ে যাচ্ছিলো তাই তিনি ওই সম্পর্ক থেকে সরে এসেছেন। তবে অনুরাগীরা মনে করেন, পর্দার রুদ্রদার কারণেই হয়ত অভিনেত্রীর ব্রেকআপ হয়েছে। তবে অভিনেত্রী স্পষ্টত জানিয়ে দিয়েছেন। অভিনেতা ফাহিমকে সে দাদা হিসাবেই দেখে তার সাথে অন্য কোনোরকম সম্পর্ক অভিনেত্রীর নেই। তবে সম্পর্ক ভেঙে গেলেও অভিনেত্রী নিজেকে সময় দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তিনি খুশি থাকতেই পছন্দ করছেন।

× close ad