আবহাওয়ার খবর : আয় বৃষ্টি ঝেঁপে! গরমে স্বস্তি দিতে রাজ্যের একাধিক জেলায় মিলল বৃষ্টির পূর্বাভাস

দেখতে দেখতে বাংলা বছরের শেষের ডেকে চলে এসেছে। তবে চৈত্রের সেলের ছাড়ের মত বেড়েই চলেছে তাপমাত্রা। অবশ্য এবার রাজ্যবাসীর জন্য গরমের মাঝে খানিক স্বস্তির খবর

Desk

Weather Update with chaces of raining

দেখতে দেখতে বাংলা বছরের শেষের ডেকে চলে এসেছে। তবে চৈত্রের সেলের ছাড়ের মত বেড়েই চলেছে তাপমাত্রা। অবশ্য এবার রাজ্যবাসীর জন্য গরমের মাঝে খানিক স্বস্তির খবর মিলেছে। দক্ষিণবঙ্গের জন্য তাপমাত্রা একই থাকার পূর্বাভাস থাকলেও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অবতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের জন্য অস্বস্তি থাকছেই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর।

আজকের আবহাওয়ার খবর (Weather Update Today)

আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সেলসিয়াস পর্যন্ত যেতে পারে

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬° সেলসিয়াস

বাতাসে আর্দ্রতা থাকবে ৮৯%

বাতাসের গতিবেগ ২২.৫ কিমি/ ঘন্টা

আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা : ৯০%

আজকের আবহাওয়া (Weather Report)

শনিবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আকাশ বেশ খানিকটা মেঘে ঢাকা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় একই থাকছে। সাথে বাতাসের আর্দ্রতার পরিমাণও বাড়বে জলীয় বাষ্পের প্রভাবে। বাড়তে থাকা তাপমাত্রা ও আর্দ্রতার জেরে অস্বস্তির পরিমাণ বাড়বে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২° সেলসিয়াস ও ২৬°সেলসিয়াস থাকবে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

অক্ষরেখার পরিবর্তনের জেরে বিশাল পরিমানে জলীয় বাস্প ঢুকছে পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর থেকে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে উত্তরবঙ্গে। আগামীকালের মধ্যেই উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বেশ কিছুদিন আবহাওয়া এমনই থাকতে চলেছে উত্তরবঙ্গে।

এবার দক্ষিণবঙ্গের আবহাওয়া খবর, উত্তর ২৪ পরগনা,বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী দু তিন দিনের মধ্যে তাপমাত্রা ২-৩°সেলসিয়াস বাড়তে পারে। আর উত্তর ২৪ পরগনা,বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হলে তাপমাত্রা আরও কিছুটা কম হতে পারে।

আগামী কালের আবহাওয়ার খবর

আগামীকালের আবহাওয়ার খবর বলতে গেলে কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩° সেলসিয়াস ও ২৫° সেলসিয়াস থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের কিছু জেলায় মেঘাছন্ন আকাশ থাকতে পারে। তবে গরম বাড়তে শুরু করেছে আর আগামী বেশ কয়েক দিন এই তাপপ্রবাহ চলবে।

Related Post