টলিপাড়ার জনপ্রিয় এক অভিনেত্রী হলেন মানালি মনীষা দে (Manali Manisha Dey)। সকলের প্রিয় ফুলঝুরি। এই নামটা তো বর্তমান নাম এখনও অনেকেই তাঁকে চেনে মৌরী নামে। স্টার জলসার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘বউ কথা কও’, সেখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল মানালিকে। আর সেই থেকেই বেশ জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী।
আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছিলেন সাম্প্রতিক লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের ফুলঝুরি ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল মানালিকে। কিন্তু ম্যাজিক কাজ করলনা। টিআরপিতে সেরকম দেখা যায়নি। আর তাই হঠাৎই কয়েক মাসের মধ্যেই ধারাবাহিকটি বন্ধ হয়ে যায়। যদিও এ বিষয়ে সঠিক কারণটা জানা যায়নি। সবটাই অনুমান।
এই ধারাবাহিকে মানালির বিপরীতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশীষ রায়কে। ধারাবাহিক শেষ হতেই নতুন ধারাবাহিকে পদার্পণ করেছিলেন অভিনেতা। তাঁকে দেখা গিয়েছিল, ‘বালিঝড়’ ধারাবাহিকে। কিন্তু সফল হতে পারেনি। মাত্র ২ মাসেই বন্ধ হয়ে গেল। এরপর আর ইন্দ্রাশীষকে কোথাও দেখা যায়নি। তবে শোনা যাচ্ছে মানালির এবার আগমন ঘটবে নতুন ধারাবাহিকে।
জি বাংলার একটি নতুন মেগাতে তাঁর দেখা মিলবে। ধারাবাহিকের গল্প অন্য স্বাদের হতে চলেছে। ধারাবাহিকের গল্পে থাকবে চার কন্যার কথা। আর এখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন মানালি। মানালি ছাড়াও থাকছেন, স্নেহা চ্যাটার্জী, বাসবদত্তা চ্যাটার্জী, সৌমিলি বিশ্বাস এবং ‘একেন’ ওয়েব সিরিজ খ্যাত সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। আর কে কে থাকছে তা এখনও জানা যায়নি। লুক সেট হয়ে গেছে এই তিন অভিনেত্রীর। জুন থেকে শুরু হয়ে যাবে শ্যুটিং।
এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু ঘোষণা হয়নি। অভিনেত্রী বাসবদত্তা জানান, ‘সবেমাত্র লুক সেট হয়েছে এখন কিছু বলতে পারবনা।’ স্নেহা জানান, ‘আর ভালো লাগছেনা নেতিবাচক চরিত্র করতে। তাই চেয়েছিলাম একটু ভালো চরিত্র করতে। যা দর্শকমহলে বেশ প্রভাব ফেলবে। তবে আমার চরিত্রটি হবে একটু ঠোঁটকাটা, মুখরা স্বভাবের।’ উল্লেখ্য, স্নেহা ভট্টাচার্যকে শেষ দেখা গিয়েছিল লালকুঠি ধারাবাহিকে। এছাড়াও দেখা গিয়েছিল ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে। তাঁর চরিত্র বেশ প্রশংসা পেয়েছে।