বড়োরা ফেল! সবাইকে পিছনে ফেলে দর্শকের মন জয় করেছে বাংলা ধারাবাহিকের এই ৫ খুদে শিল্পী

অনেক তো হল জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের কথা, আজ শোনাব এমন কিছু জনপ্রিয় বাংলা সিরিয়ালের (Bengali Serial) শিশু অভিনেতা অভিনেত্রীদের (Child Actor) কথা, যাদের অভিনয় দর্শকমহলে

Saranna

these 5 child actor amazed netizen by their acting

অনেক তো হল জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের কথা, আজ শোনাব এমন কিছু জনপ্রিয় বাংলা সিরিয়ালের (Bengali Serial) শিশু অভিনেতা অভিনেত্রীদের (Child Actor) কথা, যাদের অভিনয় দর্শকমহলে বেশ দাগ কেটেছে। যারা হার মানাবে বড় বড় অভিনেতা অভিনেত্রীদের। এই অল্প বয়সে এত দক্ষ অভিনয়ের জন্য সকলের মন জয় করে নিয়েছে যারা রইল তাদের তালিকা। 

সৃষ্টি মজুমদার (Sristi Majumder) : সৃষ্টি মজুমদার, বাংলা টেলিভিশনের জনপ্রিয় শিশু অভিনেত্রী। যাকে দেখা যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে রূপার চরিত্রে। এটা কিন্তু তার প্রথম অভিনয় নয়, এর আগেও অভিনয় করেছেন সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সুন্দরী’ তে। অভিনয়ের পাশাপাশি মডেলিং এও যুক্ত সে। তাকে দেখা গিয়েছে, অনলাইন শপিং-এর সম্ভার মিশো’র কিডস সেকশনে। তাঁর সুন্দর দক্ষ অভিনয়, কথা বলার ভঙ্গির জন্য ডাক আসে ‘নষ্টনীড়’ ওয়েব সিরিজে। সেখানেও সে অভিনয় করছে ইতিমধ্যেই। 

netizen amazed by sona rupa's annapurna look in anurager chhowa

মিশিতা রায় চৌধুরী (Mishita Roy Chowdhury) : মিশিতাকে  দেখা যায় ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সোনার চরিত্রে। তাঁর দক্ষ অভিনয় দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। সোনার ডাক নাম মিশকা। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের সাথে সেও যুক্ত। মডেলিংয়ে তার ভালোই নাম রয়েছে। ধারাবাহিকে তাকে কালো মেয়ে হিসেবে দেখানো হলেও, বাস্তবে সে খুবই ফর্সা। মেকআপ এর সাহায্যে তাকে ওরকম কালো দেখানো হয়ে থাকে।

সুকৃত সাহা (Sukrit Saha) : সুকৃতকে  দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে। তাঁর সুন্দর অভিনয় সকলের মন কেড়ে নিয়েছে। সুকৃত ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ২০১২ সাল থেকে। এর আগে অভিনয় করেছেন ‘শ্রীকান্ত’ ওয়েব সিরিজে। 

these 5 child actor's amazed netizen by their acting

মেঘান চক্রবর্তী (Meghan Chakraborty) : মেঘান কে দেখা গিয়েছিল ‘প্রথম কাদম্বিনী’র ছোটো বিনির চরিত্রে। তাঁর মিষ্টি কথা দর্শকদের মন জিতে নিয়েছে। ‘প্রথমা কাদম্বিনী’র পর তাঁকে দেখা গিয়েছিল ‘ফেলনা’তে। এরপর ‘সেই যে হলুদ পাখি’ ওয়েব সিরিজে অভিনয় করেন। এবার সে ‘দয়াময়ীর কথা’ ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছে। 

কৃতিকা চ্যাটার্জী (Krittika Chakraborty) : স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাখী বন্ধন’-এ রাখীর চরিত্রে অভিনয় করেছে এই জনপ্রিয় শিশুশিল্পী কৃতিকা চ্যাটার্জী। ছোট্ট রাখির ভূমিকায় আজও সকলের মনে থেকে গেছে কৃতিকা। নিজের অভিনয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছে সে। 

× close ad