বাংলার ‘সুবর্ণলতা’র জীবনে নতুন অধ্যায়! উৎসুক অভিনেত্রীর অনুরাগীরা

Ananya Chatterjee : বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতে একটি মনে রাখার মত সিরিয়াল ছিল ‘সুবর্ণলতা’। দর্শকমনে সেই ধারাবাহিক এমন ভাবে গেঁথে গেছে যে আজও ‘সুবর্ণলতা’

Nandini

audience excited for actress ananya chatterjee's upcoming project

Ananya Chatterjee : বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতে একটি মনে রাখার মত সিরিয়াল ছিল ‘সুবর্ণলতা’। দর্শকমনে সেই ধারাবাহিক এমন ভাবে গেঁথে গেছে যে আজও ‘সুবর্ণলতা’ প্রথম দিনের মতই নতুন তাদের কাছে। বারবার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে এই ধারাবাহিক। আর এই ধারাবাহিকের হাত ধরেই, অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee) বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে নিজের বিশেষ পরিচিতি লাভ করেছিলেন।

তার অসামান্য অভিনয়ের গুনে তিনি হয়ে উঠেছিলেন অনন্য। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত এই সিরিয়ালটি অনুষ্ঠিত হয়েছিল ছোটপর্দায়। ‘সুবর্ণলতা’ শেষ হওয়ার পর অভিনেত্রী অনন্যাকে আরও অনেক সিরিয়াল যেমন, ‘তিথির অতিথি’, ‘আলেয়া’, ‘অনন্যা’, ‘মানিক’ ইত্যাদি সিরিয়ালে দেখা গিয়েছিল। তারপর অনেক দিন পর তাকে স্টার জলসার পর্দায় এক নতুন অবতারে দেখা গিয়েছিল।

‘জয় কালী কলকাত্তাওয়ালী’ সিরিয়ালে দেখা যায় তাকে। এক গৃহিনী কীভাবে গোয়েন্দা হয়ে উঠেছিল সেই গল্পই ধারাবাহিকে দেখতে পাওয়া গিয়েছিল। সেখানেও ‘অভয়া’ চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন অনন্যা। তবে এরপর আর অভিনেত্রীকে বিশেষ সিরিয়ালের পর্দায় দেখা যায়নি।

আরও পড়ুনঃ কার মঙ্গলে সিঁথিতে সিঁদুর পড়েন রেখা? রহস্য ফাঁস করলেন অভিনেত্রী নিজেই!

বাংলা সিনেমায় অভিনয়ে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেছেন তিনি। তাকে সম্প্রতি প্রকাশ পাওয়া ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ তেও বিশেষ ভূমিকায় দেখা গেছে। তবে জানা যাচ্ছে, অভিনেত্রী এবার পাড়ি দিতে চলেছেন বলিউডে। তাকে দেখা যাবে এক হিন্দি ওয়েব সিরিজে।

বলাই বাহুল্য বর্তমানে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। নিজস্ব পোক্ত জায়গা করে নিয়েছে এই প্ল্যাটফর্ম। বাংলা থেকে হিন্দি সব মাধ্যমেই ওটিটি জমজমাট। সেই ওটিটি মাধ্যমেই এবার আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী। আর মাধবন অভিনীত ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। অভিনেত্রীর অনুরাগীরা এই খবরে বেশ উৎসুক হয়ে আছেন।

× close ad