প্রতিসপ্তাহের এই একটা দিন বেশ খানিকটা চিন্তিত ও উৎসুক থাকে বাঙালি দর্শকেরা। হ্যাঁ আসলে বৃহস্পতিবার এলেই যে সিরিয়ালের টিআরপি রিপোর্ট প্রকাশ্যে আসে। এসপ্তাহেও অন্যথা হল না, ইতিমধ্যেই হাজির নতুন টার্গেট রেটিং পয়েন্টের তালিকা। কে হল বেঙ্গল টপার? পুরোনো খিলাড়িই কি হাঁকালো ছক্কা নাকি নতুনের ভিড়ে পড়ল পিছিয়ে? চলুন দেখে নেওয়া যাক তালিকা।
কে হল বেঙ্গল টপার?
ফের একবার ঘুরে গেল খেলা, রানী ভবানীকে সিংহাসনচ্যুত করে ফের একবার বাংলার সেরা সিরিয়ালের তকমা ছিনিয়ে নিল ষ্টার জলসার পরশুরাম আজকের নায়ক। হ্যাঁ ঠিকই দেখছেন, ৭. ১ পয়েন্ট সহ প্রথম হয়েছে পরশুরাম। অবশ্য, খুব একটা পিছিয়ে নেই, রানী ভবানী। চিরসখা ও রানী ভবানী দুজনেই ৬.৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী, যার প্রাপ্ত পয়েন্ট ৬.৫। বাকিরা কি কোথায়? নিচেই রইল নাম্বার সহ তালিকা।
বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি তালিকা
- পরশুরাম আজকের নায়ক – 7.1
- দ্বিতীয়- রাণী ভবানী , চিরসখা 6.6
- তৃতীয়- জগদ্ধাত্রী 6.5
- চতুর্থ- পরিণীতা 6.4
- পঞ্চম- রাঙামতি 6.2
- ষষ্ঠ- ফুলকি 6.1
- সপ্তম- চিরদিনই তুমি যে আমার 5.9
- অষ্টম- আমাদের দাদামণি 5.4
- নবম- অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ 5.3
- দশম- কথা 4.6
সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শো দেখতেও বেশ ভালোবাসেন কম বেশি সকলেই। এসপ্তাহের রিপোর্ট অনুযায়ী, দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকা পর্ব ৪.৮ পয়েন্ট ও ডান্স বাংলা ডান্স ৪.৭ পয়েন্ট পেয়েছে।








