অনুরাগের ছোঁয়ায় শেষ সূর্য-দীপার পথচলা, ধারাবাহিক থেকে বিদায়বেলায় মুখ খুললেন দিব্যজ্যোতি

দেখতে দেখতে প্রায় চার বছর হতে চলেছে বাঙালি দর্শকদের একভাবে বিনোদন দিয়ে চলেছে ষ্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। যেখানে সূর্যের চরিত্রে

Nandini

dibyojyoti dutta leaving anurager chhowa serial

দেখতে দেখতে প্রায় চার বছর হতে চলেছে বাঙালি দর্শকদের একভাবে বিনোদন দিয়ে চলেছে ষ্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। যেখানে সূর্যের চরিত্রে দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) ও দীপার চরিত্রে স্বস্তিকা ঘোষকে দেখা যায়। তবে এবার বিদায়ের পালা, না না… ধারাবাহিক শেষ হচ্ছে না তবে গল্পের ট্র্যাক অনুযায়ী মৃত্যু হবে সূর্য ও দীপার। ইতিমধ্যেই শেষ শুটিং সম্পন্ন হয়ে গিয়েছে। দীর্ঘ সময় ধরে মানুষের মন জিতে নেওয়ার পর শেষ বেলায় কেমন ছিল অনুভূতি? মুখ খুললেই খোদ অভিনেতা।

অনুরাগের ছোঁয়াতে দেখা যাবে না দিব্যজ্যোতিকে

যেমনটা জানা হচ্ছে বিগত রবিবারেই শেষ শুটিং করেছেন দিব্যজ্যোতি। আগামী বুধবার পর্দায় শেষ বারের মত দেখা যাবে তাঁকে, অনুরাগের ছোঁয়ার সূর্য হিসাবে। এদিন অভিনেতার মনের খোঁজ নিতে যোগাযোগ করেছিল আনন্দবাজার। সেখানেই তিনি জানান, কাজের শুরু যেমন থাকে তেমনি শেষও থাকে। এতদিন একটা ধারাবাহিকের সাথে যুক্ত থাকাটা মুখের কথা নয়, তাই ছেড়ে যেতে ব্যাথা লাগছে ঠিকই। এবার দর্শকেরা সূর্য-দীপার পরবর্তী প্রজন্মকে দেখতে পাবেন।

কাদের দেখা যাবে মুখ্য চরিত্রে?

গল্প অনুযায়ী, এক ভূমিকম্পের জেরে সূর্য-দীপার মৃত্যু হবে। তবে তাদের পরবর্তী প্রজন্ম কিন্তু রক্ষা পাবে। আর তাঁদের নিয়েই এগোবে কাহিনী। কাদের দেখা মিলবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আগ্রহী সকলেই। যেমনটা জানা যাচ্ছে, অভিনেতা রাহুল মজুমদার ও তিয়াসা লেপচাকে দেখা যাবে গল্পে। অন্যদিকে দীপার বদলে নাতনি সুদীপার চরিত্রে দেখা যাবে স্বস্তিকা ঘোষকে।

সিরিয়াল শেষ কি করবেন অভিনেতা?

সিরিয়ালের কাজ শেষে কি করবেন দিব্যজোত্যি? ফের নতুন মেগায় নতুন কোনো চরিত্রে নাকি কিছুটা বিরতি? এই প্রশ্নের উত্তরও মিলেছে। আগামী মাস তিনেক শরীরের যত্ন নেবেন অভিনেতা। আগামীতে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে দেখা যাবে তাকে, সেই কারণে বেশ কিছুটা ওজনও ঝরাতে হয়েছে। তবে ফের কবে ছোটপর্দায় দেখা মিলবে সেই সম্পর্কে কিছু খোলসা করেননি। জানিয়েছেন, ভালো চরিত্র পেলে কাল থেকেই হয়তো কাজে নেমে যাব।