খবরগসিপবিনোদনসিরিয়াল

শেষ হচ্ছে উমা! টেলিপাড়ার গুঞ্জনে উদ্বিগ্ন অনুরাগীরা, বদলে আসছে এই নতুন ধারাবাহিক

মানুষের মনোরঞ্জন করতে বাংলা টেলিভিশন চ্যানেল গুলির মধ্যে জী বাংলা ও স্টার জলসা বর্তমানে সেরা দুটি চ্যানেল। ধারাবাহিকের একঘেয়ে গল্প দেখে দেখে দর্শকরা বিরক্ত অনুভব করছেন। তাই তাদের একঘেয়েমি কাটাতে একটা ধারাবাহিক বেশি দিন না চালিয়ে, তার বদলে আনা হচ্ছে নতুন ধারাবাহিক। এই যেমন স্টার জলসায় আমরা দেখতে পেয়েছি চ্যানেল কর্তৃপক্ষ একের পর এক নিত্য নতুন ধারাবাহিক আনছেন। তার তুলনায় জি বাংলা ছিল বেশ পিছিয়ে। কিন্তু এবার দেখা গেল জি বাংলাও আনছে নতুন ধারাবাহিক। সম্প্রতি, শোনা যাচ্ছে উমা (Uma) ধারাবাহিক শেষ হতে চলেছে।

গত এপ্রিলেই কম টিআরপির কারণে শেষ হয়েছে জি বাংলার ‘কড়ি খেলা’ ধারাবাহিক। তাই পর্দা থেকে অনেকটাই দূরে রয়েছেন কড়ি খেলার পারমিতা অর্থাৎ শ্রীপর্ণা। পরিবারকে সময় দিচ্ছেন তিনি। এরই মাঝে নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ শুরু হয়েছে। ছোট্ট বোধির বুদ্ধি বেশ মজার। দর্শক বেশ পছন্দও করছেন বোধিকে দেখতে। আবারও নতুন এক ধারাবাহিক ‘রং মিলান্তি’ খুব শীঘ্রই পর্দায় আসার খবরও পাওয়া যাচ্ছে। আর এই নতুন ধারাবাহিক ‘রং মিলান্তি’ নাকি উমা (Uma) ধারাবাহিকের জায়গায় নিজের জায়গা করে নেবে।

zee bangla new upcoming serial can replace uma serial

আর জি বাংলার এই আগত ধারাবাহিকে ‘কড়িখেলা’ -র পারমিতা অর্থাৎ অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sreeparna Roy) থাকবেন এক ভিন্ন চরিত্রে। নতুন ধারাবাহিক ‘রং মিলান্তি’র হাত ধরে আবার তিনি জী বাংলার পর্দায় ফিরে আসছেন। কিন্তু তার বিপরীতে নায়কের ভূমিকায় কে থাকবে তা জানা যায়নি। তবে শ্রীপর্ণা চান নতুন ধারাবাহিকে অচেনা কোনো নায়ক নয় চেনা নায়ক থাক। কারণ একবার তিনি খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। একবার তাঁকে বলা হয়েছিল নায়কের ঘরে সংলাপ মুখস্থ করতে। তাই এরকমটা যাতে না হয় তাই এমন সিদ্ধান্ত।

এর সাথে সাথে এও জানা যাচ্ছে, আরও একটি নতুন ধারাবাহিক আসছে জি বাংলার পর্দায়। নায়কের চরিত্রে যিনি অভিনয় করবেন জী বাংলার পর্দায় তিনি একেবারে নতুন মুখ, কালার্স বাংলার ‘ত্রিশূল’ ধারাবাহিকের অভিনেতা সৌম্যদীপ ভট্টাচার্য, আর নায়িকার ভূমিকায় থাকবেন অভিনেত্রী অঙ্কিতা। ধারাবাহিকের গল্প সম্পর্কে এখনও যদিও কিছু জানা যায়নি। তবে বর্তমানে অভিনেত্রী অঙ্কিতা ইন্দ্রানী সিরিয়ালে ব্যস্ত।

আরও পড়ুনঃ ছোট পর্দায় আর দেখা যাবেনা সৃজিতাকে! এবার বলিউডে পাড়ি দিচ্ছে শিশুশিল্পী অয়ন্যা চ্যাটার্জি

ভাবছেন কোন স্লটে এই ধারাবাহিকের আগমন ঘটবে। জানা যাচ্ছে, ‘উমা’ ধারাবাহিকের টিআরপি কমছে। স্টার জলসায় ‘গাঁটছড়া’ ধারাবাহিকের কাছে উমা হেরে যাচ্ছে। তাই গাঁটছড়াকে টেক্কা দিতে উমার জায়গায় আসছে নতুন ধারাবাহিক। তাই বোঝাই যাচ্ছে বেশ ধামাকাদার কোনো গল্প নিয়ে আসছে এই নতুন ধারাবাহিক। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত গাঁটছড়াকে কতটা টেক্কা দিতে পারে এই নতুন ধারাবাহিক। তবে উমা ধারাবাহিকের অনুরাগীরা এই খবরে বেশ উদ্বিগ্ন। উমা এখনই শেষ হয়ে যাক তারা চাননা।

 

View this post on Instagram

 

A post shared by Sanjit❤Durga (@sanjit_durga__fp)

আরও পড়ুনঃ সিরিয়ালের শঙ্খ-মোহর ম্যাজিক এবার রুপোলি পর্দায়! বড়পর্দায় জুটি বাঁধছেন প্রতীক-সোনামণি

প্রসঙ্গত, এই নতুন দুই ধারাবাহিকের সঠিক খবর এখনো সেভাবে জানা যায়নি। ধারাবাহিকগুলো কবে থেকে শুরু হচ্ছে বা কোন পুরোনো ধারাবাহিককে এই নতুন আগত ধারাবাহিক পরিবর্তন করতে চলেছে তা এখনো স্পষ্ট বা নির্দিষ্ট নয়। তবে দর্শকের ধারণা স্টার জলসার সাথে টেক্কা দিতে খুব শীঘ্রই এই নতুন ধারাবাহিক পর্দায় তারা দেখতে পাবেন।

1Minutenewz Google News Subscribe
Back to top button