এখন সোশ্যাল মাধ্যমে প্রায় সব জায়গাতেই বিভিন্ন অপটিক্যাল ইলিউশনের (Optical Illution) ছবি দেখা যায়। এগুলি বেশ মজাদার তেমনই আবার মানুষ এগুলো সমাধান করতেও বেশ পছন্দ করেন। এর মাধ্যমে একঘেয়েমিতাটা কিছুটা দূর হয় এবং এর পাশাপাশি নিজের আইকিউ দক্ষতা কেমন ভালো, তার একটা সূক্ষ্ম ধারণাও পাওয়া যায়।
আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য সেইরকমই একটি ধাঁধা নিয়ে এসেছি আমরা। যে ছবিটি আপনারা দেখছেন তাতে দেখতেই পাচ্ছেন একজন তরুণী আছে আর তার পাশে দুটি সাংকেতিক চিহ্ন রয়েছে। একটি কাক ডাকছে আর জলবিন্দু। এখন আপনাকে এই দুই সাংকেতিক চিহ্ন মিলিয়ে বলতে হবে ওই তরুণীর নাম কী হতে পারে?
তবে ইতিমধ্যেই যদি আপনি তরুণীর নামটি বুঝে গিয়ে থাকেন তবে জানবেন আপনার মস্তিষ্ক খুব দ্রুততার সাথে চলে। বিশেষজ্ঞরা দাবি করেন যে, কেবল বুদ্ধিজীবীরাই এই ধাঁধাটির সমাধান করতে সক্ষম হন। যদিও বেশিরভাগ মানুষই এই ধাঁধা সমাধানে ব্যর্থ হন বারংবার। হাতেগোনা খুব কম বুদ্ধিজীবীই পেরেছেন এই ছবিতে থাকা তরুণীর নাম বলতে।
আপনি কি তাহলে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন এই ধাঁধা? তবে এখনো যারা বুঝতে পারেননি তাদের চিন্তা করার কিছু নেই আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। প্রথমে ছবিটিকে মনোযোগ সহকারে মন শান্ত করে দেখুন। মেয়েটির পাশে রয়েছে একটি কাক, যে ডাকছে এবং তার নিচেই রয়েছে জলের সংকেত। এই দুই সংকেত মিলে হয় কা+জল = কাজল। সুতরাং, ছবির তরুণীর নাম কাজল।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ধাঁধা বা ওই জাতীয় কিছু সমাধানের চেষ্টা করতে থাকলে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন, ফলে যেকোন সিদ্ধান্তক সহজ ভাবে নিতে পারবেন। এজাতীয় ধাঁধার সমাধানের ক্ষেত্রে বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না। একটু মনোসংযোগ করলেই ছবি রহস্য বেরিয়ে আসে। আসলে আমরা সবসময় ব্যস্ততার মধ্যে থাকি আর তাই মনোসংযোগ ব্যাহত হওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার। তবে অভ্যাস করলে সবই সম্ভব।