২০২২ এ নায়িকা হওয়ার ভাবনাই বোকা বোকা! অভিনয়ে প্রতিযোগিতা নিয়ে সরব অভিনেত্রী চাঁদনি সাহা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী চাঁদনি সাহা (Chandni Saha)। ২০১১ সালে সানন্দা টিভিতে সম্প্রচারিত হওয়া ‘বিন্দি’ ধারাবাহিক দিয়ে শুরু হয় তাঁর টেলিভিশন যাত্রা। সেই থেকে তিনি একের

Saranna

why chandni saha is not seen in the lead role

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী চাঁদনি সাহা (Chandni Saha)। ২০১১ সালে সানন্দা টিভিতে সম্প্রচারিত হওয়া ‘বিন্দি’ ধারাবাহিক দিয়ে শুরু হয় তাঁর টেলিভিশন যাত্রা। সেই থেকে তিনি একের পর এক চরিত্রে অভিনয় করছেন। কখনও তিনি মনসা রূপে, আবার কখনও ঘরের সাধারণ গৃহবধূ হিসেবে, আবার কখনও জেদি -বদমেজাজি মেয়ের ভূমিকায়। তাঁকে ‘বিন্দি’, ‘কাছে আয় সই’, ‘মনসা’ ধারাবাহিকে, মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল।

তারপর থেকে বেশিরভাগই তাঁকে পার্শ্ববর্তী চরিত্রেই দেখা যেত। শেষবার তাঁকে দেখা গিয়েছে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে গীতের চরিত্রে। সবেমাত্র শেষ হয়েছে ওই ধারাবাহিক। এর মধ্যেই নতুন সিরিয়াল ‘মাধবীলতা’য় অভিনয়ের সুযোগ পেয়েছেন চাঁদনি সাহা (Chandni Saha)। তবে এবারেও মুখ্য চরিত্রে নয়। সেই পার্শ্ব চরিত্রে। কেন এখন নায়িকার ভুমিকায় তাঁকে দেখা যাচ্ছে না?

why chandni saha is not seen in the lead role

এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘২০২২ এ এসে নায়িকা হওয়ার ভাবনাটাই এখন বোকা বোকা ব্যাপার। আর আমি এর আগে অনেকগুলো লিড চরিত্রে অভিনয় করেছি। লিড রোলে কাজ করার সখ পূরণ হয়ে গেছে। পরপরই যদি একইরকম ভাবে মুখ্য চরিত্রে কাজ করতে থাকি, তাহলে আমার গ্রহণযোগ্যতায় কমে যাবে। তাই একই রকম চরিত্রে না থেকে নতুন নতুন কাজ করে নিজেকে নতুন ভাবে মেলে ধরতে চাই।’

এখন তো সবাই মুখ্য ভূমিকায় অভিনয় করতে চাই, সে জায়গায় দাঁড়িয়ে নতুন নায়িকাদের ভিড়েই কি অভিনেত্রী চাঁদনী সাহার জায়গা হচ্ছে না? এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ” না একেবারেই তা নয়। সৌমিতৃষা কুণ্ডু, ইধিকা পাল, অন্বেষা হাজরা এরাও খুব ভালো অভিনেত্রী। ওদের কাজ আমার ভালো লাগে। মুখ্য চরিত্রে টিকে থাকাটায় আসল ব্যাপার।’

‘১০ বছর পর ওরা মুখ্য চরিত্রে পুরানো হয়ে গেলে ওরাও হয়ত নিজেরা নিজেদেরকে অন্য চরিত্রে ভাঙতে চাইবে।’ লিড রোলে সুযোগ হয়নি বলে অভিনেত্রীর আক্ষেপ নেই। তাঁর কথায়, ‘যমুনা ঢাকি’র পরে আমার মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ আসেনি, তা বলে আমার কোনো আক্ষেপ নেই। বর্তমানে যে চরিত্র গুলো পাচ্ছি সেগুলো নিয়েই খুব খুশি।’

 

View this post on Instagram

 

A post shared by chandnihere❤ (@sahachandniofficial)

এই যেমন নতুন ধারাবাহিক মাধবীলতায় তাঁর চরিত্রটি অন্যরকম। নায়িকার দিদির ভুমিকায় তাঁকে দেখা যাবে। এই চরিত্রের বিষয়ে তিনি জানান, ‘১২ বছরের কেরিয়ার জীবনে এরকম চরিত্র প্রথম পেলাম’। বোঝাই যাচ্ছে লিড রোল হোক কিংবা পার্শ্ব চরিত্র হোক সব চরিত্রই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ।

Related Post