মাত্র কয়েক মাসেই শেষ হচ্ছে যাত্রা, মাধবীকে সরিয়ে জায়গা করে নিতে চলেছে পঞ্চমী! রইল দিনক্ষণ

প্রত্যেকটি চ্যানেলে নতুন ধারাবাহিক আসার পরপরই দর্শকদের মনে যেমন একটা উন্মাদনা থাকে তেমনই থাকে, কোন ধারাবাহিক এর বদলে আসবে এই ধারাবাহিক, কার কপাল পুরবে তাহলে,

Saranna

new serial panchami replace madhabilata serial

প্রত্যেকটি চ্যানেলে নতুন ধারাবাহিক আসার পরপরই দর্শকদের মনে যেমন একটা উন্মাদনা থাকে তেমনই থাকে, কোন ধারাবাহিক এর বদলে আসবে এই ধারাবাহিক, কার কপাল পুরবে তাহলে, এই নিয়েই চিন্তা থাকে। কারণ প্রত্যেক ধারাবাহিকেরই অনুরাগী আছে, তারা যেমন নতুন জিনিসকে স্বাগত জানাতে স্বাচ্ছন্দ্যবোধ করে, তেমনই পুরানো কে বিদায় করতে দুবার ভাবে। 

আমরা দেখেছি, প্রতিটি চ্যানেলেই এসে গেছে নতুন ধারাবাহিকের নতুন প্রোমো। স্টার জলসা থেকে জি বাংলা সবেতেই এখন নতুন ধারাবাহিকের রমরমা বাজার। খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’ (Panchomi)। আগে দেখা যাচ্ছিল স্টার জলসাতে (Star Jalsha) একের পর এক নতুন ধারাবাহিকের রমরমা। সবাই ভাবছিল, জি কাকু্র কি ব্যাপার। স্টার জলসা বন্ধ করতেই জি কাকু নিয়ে এল ধামাকাদার প্রোমো। যখনই জি নিয়ে এল প্রোমো, তখনই স্টারও শুরু করল প্রোমো আনতে। 

madhabilata

আমরা দেখেছি স্টার জলসায় আসছে নতুন একটি ধারাবাহিক, পঞ্চমী। ধারাবাহিকে দেখা যাচ্ছে পঞ্চমীর দিন একজন মায়ের গর্ভ থেকে জন্ম নিচ্ছে একটি কন্যা। সেই কন্যার নাভি থেকে বেড়োচ্ছে সাপ। পড়ে জানা যায়, সে একজন ইচ্ছাধারী নাগিন। সে সাপেদের কথা বোঝে। তবে সে নিজে জানে না, যে সেই এই নাগিন। 

এই পঞ্চমীর চরিত্রে অভিনয় করছেন, সুস্মিতা দে। আর তার বিপরীতে দেখা মিলবে, রাজদীপ গুপ্ত। এই জুটি নতুন জুটি। সুস্মিতা কে আমরা আগে দেখেছি, ‘বৌমা একঘর’ ধারাবাহিকে। কিন্তু রাজদীপ গুপ্ত কে ওগো বধূ সুন্দরী তে শেষবার দেখা মিলেছে। অনেক বছর পর তিনি ধারাবাহিক। 

আরও পড়ুনঃ ‘স্টার জলসা পাগল হয়ে গেছে’, আবারও এক নতুন সিরিয়ালের প্রোমোতে ক্ষুব্ধ নেটনাগরিকরা, রইল প্রোমো

এ তো গেল কাহিনী, কলাকুশলী ইত্যাদি। এবার আমাদের একটাই চিন্তা কার পরিবর্তে দেখা মিলবে। জানা যাচ্ছে, রাত ৮:৩০ এর স্লটে দেখা মিলবে। রাত ৮.৩০ টার স্লটে দেখা যেত মাধবীলতাকে। তাকে সরিয়ে পঞ্চমীর দেখা মিলবে। তাহলে মাধবীলতা কখন দেখা যাবে? হয়ত রাতে কিংবা দুপুরে দেখা যাবে। আর অন্যদিকে আগামী ৫ই ডিসেম্বর থেকে সোম থেকে রবি প্রতিদিন রাত ৮.৩০ টায় দেখা যাবে পঞ্চমী। 

প্রসঙ্গত, এমন খবরও পাওয়া যাচ্ছে হয়ত ‘মাধবীলতা’ (Madhabilata) শেষ করে দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত চ্যানেলের তরফে কোনো অফিসিয়াল খবর এই বিষয়ে পাওয়া যায়নি। তবে মাধবীলতা ধারাবাহিকটিকে নতুন বলাই চলে। এখনও পর্যন্ত মাত্র ৯৭ টি পর্ব হয়েছে এই ধারাবাহিকের। আর তার মধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে সম্ভবত ৩০ শে নভেম্বর মাধবীলতার শেষ শুটিং।

Related Post