বর্তমানে আবারও জি বাংলা (Zee Bangla) ও স্টার জলসা জুড়ে একের পর এক নতুন সিরিয়াল শুরু হচ্ছে বা হতে চলেছে। টিআরপির দৌড়ে হেরে গিয়ে মুখ থুবড়ে পড়ছে সিরিয়াল গুলি। কারুর মেয়াদ ২ মাসে শেষ তো কারুর মেয়াদ ৭-৮ মাস। সম্প্রতি, জি বাংলায় এক অন্যরকম গল্প নিয়ে শুরু হয়েছে ‘পুবের ময়না'(Puber Moyna)। যেখানে দুই বাংলার দুটি মানুষের মিল কিভাবে হবে সেটা দেখানো হবে।
গত ২৪ শে জুন থেকে পর্দায় সিরিয়ালটি শুরু হয়ে গিয়েছে। অভিনেতা-অভিনেত্রীদের গুনে আর দুই বাংলার অমোঘ টানে ভাষায়, সংস্কৃতির ছোঁয়ায় এই গল্প দর্শকের নজর কেড়েছে। বাড়ছে জনপ্রিয়তা। ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা গৌরব রায় চৌধুরী(Gourab Roy Chowdhury)কে। আর নায়িকার চরিত্রে আছেন ঐশানি দে।
এই কিছুদিন মাত্র শুরু হয়েই ধারাবাহিকের সেট থেকে পাওয়া গেল এক বিরাট দুঃসংবাদ। সেটে চোট পেয়েছেন অভিনেতা। তার পায়ে লেগেছে গুরুতর আঘাত। নিজেই সেই ছবি ভক্তদের সাথে শেয়ার করেছেন অভিনেতা। স্বাভাবিক ভাবেই অভিনেতাকে এইভাবে দেখে ভক্তরা বেশ কষ্ট পেয়েছেন। পাশাপাশি সকলের মনে একটাই প্রশ্ন অভিনেতাকে হয়ত আর দেখা যাবেনা ধারাবাহিকে।
এই আগেও এমন ঘটনা ঘটেছিল জি বাংলার অন্যতম সিরিয়াল ‘নিম ফুলের মধু’র অভিনেতা রুবেল দাস অর্থাৎ সৃজনের সাথে। সেখানে বেশ কিছুদিন অভিনেতাকে পর্দায় দেখা যায়নি সেভাবে। যদিও তিনি থেমে থাকেননি। বাড়ি থেকেই নিজের শ্যুটিং চালিয়ে গেছেন। আর অন্যান্য অভিনেতাদের থাকার সুবাদে সেই কমতি মোটামুটি পূরণ হয়েছিল কোনোভাবে। কিন্তু অভিনেতা গৌরবের ক্ষেত্রে কি একই জিনিস হতে চলেছে?
View this post on Instagram
নাকি তিনি আর শ্যুটিং করবেননা এই শারীরিক অবস্থায়? নিজেই দর্শকদের এইসব প্রশ্নের অবসান করেছেন অভিনেতা। তিনি তার দুর্ঘটনার কথা যেমন দর্শকদের জানিয়েছেন, পাশাপাশি লিখেছেন ‘কাজ করতে গেলে এমন ছোটোখাটো আঘাত লাগতেই থাকবে’। অর্থাৎ অভিনেতার এমন কথায় বোঝাই যাচ্ছে তিনি ধারাবাহিক থেকে সরে না গিয়ে শ্যুটিং চালু রাখবেন। তাই অযথা চিন্তার কোনো কারণ হয়ত দর্শকদের নেই।








