স্টার জলসার হাত ধরেই অভিনয়ে পদার্পন! কিন্তু এখন কেন দেখা মেলেনা অভিনেত্রীর জনপ্রিয় চ্যানেলে

সময়ের সাথে সাথে নতুন নতুন ধারাবাহিক জন্ম নেয়। জন্ম নেয় নতুন সব চরিত্র। আর তাদের মাঝেই এমন কিছু চরিত্র থাকে যারা বরাবরের জন্য দর্শকের মনে

Nandini

why actress tumpa ghosh is no longer seen on the screen of popular channels

সময়ের সাথে সাথে নতুন নতুন ধারাবাহিক জন্ম নেয়। জন্ম নেয় নতুন সব চরিত্র। আর তাদের মাঝেই এমন কিছু চরিত্র থাকে যারা বরাবরের জন্য দর্শকের মনে গেঁথে যায়। একজন শিল্পী তার যোগ্য সন্মান তার কাজের মধ্যে দিয়েই অর্জন করে থাকেন। তাদের অভিনয় তাদের স্মরণীয় করে তোলে। এমনই এক চরিত্র হল কোমল। অভিনেত্রী টুম্পা ঘোষ (Tumpa Ghosh)।

মনে পরে এই অভিনেত্রীকে? রূপে গুনে এই অভিনেত্রী কোনো অংশে কম নন। পর্দায় তাকে মা দুর্গার রূপেও দেখা গেছে। কিন্তু আজ কোথায় সেই অভিনেত্রী? এতটা জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কোথায় হারিয়ে গেছেন তিনি? তার দেখা মেলেনা পর্দায়। বর্তমানে নতুন ধারাবাহিকের সাথে অনেক নতুন মুখও এসেছেন ইন্ডাস্ট্রিতে। তারা অনেকেই সৌন্দর্যে সেরা।

actress tumpa ghosh

তবে যারা জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে এসেছিলেন একসময় তাদের দেখা মেলেনা কেন? এই নিয়ে কম বেশি সকলের মনেই নানান প্রশ্ন জাগে বৈকি। অভিনেত্রী টুম্পা ঘোষ নিজের প্রথম অভিনয় সম্পন্ন করেছিলেন ২০১২ সালে। স্টার জলসা চ্যানেলের ‘বিধির বিধান’ সিরিয়ালের মধ্যে দিয়ে।

এরপর একে একে তিনি আরও অনেক ধারাবাহিকে কাজও করেছেন। ‘রাগে অনুরাগে’, ‘বেদেনি মলুয়ার কথা’, ‘অগ্নিজল’, ‘রাঙিয়ে দিয়ে যাও’ সহ এপর্যন্ত তিনি মোট আটটি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। আর এই প্রত্যেক ধারাবাহিকে অভিনেত্রী বেশ গুরুত্ত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় বারংবার দর্শককে মুগ্ধ করেছে।

 

View this post on Instagram

 

A post shared by Tumpa Ghosh (@tumpa686)


জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাগে অনুরাগে’র মধ্যে দিয়ে তিনি দর্শক মাঝে প্রবল জনপ্রিয়তা অর্জন করেন। এই ধারাবাহিকে অভিনেত্রী দৈত্ব চরিত্রে অভিনয় করেছিলাম। যমজ বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। এক চরিত্রে তিনি ছিলেন কোমল আর অপর চরিত্রে তিনি ছিলেন কড়ি। এই ধারাবাহিকে অভিনেত্রী বিপরীতে ছিলেন অভিনেতা জিতু কমল।

আরও পড়ুনঃ ‘লালনকে আমিই মেরেছি’ ফুলঝুরির সামনেই স্বীকার করলো চান্দ্রেয়ী! দুর্ধর্ষ পর্বে চমক অনুরাগীদের

এরপর অভিনেত্রী মহালয়া অনুষ্ঠানে ২০১৪ সালে জী বাংলার ‘মহিষাসুরমর্দিনী’তে মা দুর্গার রূপে অভিনয় করেন এবং পরে ২০২১ সালে কালারস্ বাংলার মহালয়া অনুষ্ঠান ‘নবরূপে মহাদুর্গা’য় দেবী চন্দ্রঘন্টার রূপে অভিনয় করেন। তিনি কালারস্ বাংলা চ্যানেলে এখনও পর্যন্ত সর্বশেষ ‘ত্রিশূল’ ধারাবাহিকে অভিনয় করেছেন। এরপর এখনও আর তাকে নতুন কোনো ধারাবাহিকে দেখা যায়নি। তবে তিনি আবার খুব শীঘ্রই ফিরবেন আশা দর্শকের।

Related Post